
আওয়ামী লীগের সমালোচনা করে ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর বলেছেন, মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দল করেনি। মু’ক্তিযু’দ্ধ কোনো দুই-চার-পাঁচজন ব্যক্তি করেনি। মুক্তিযুদ্ধ করেছে দেশের কৃষক, শ্রমিক-জনতা।
আমরা সেই মুক্তিযোদ্ধাদের কাছেই শুনেছি এদেশের মু’ক্তিযু’দ্ধ ছিল একটি জনযু’দ্ধ। সেই যুদ্ধে দল-মত নির্বিশেষে সকল মানুষ অংশ নিয়েছে। এখন সেই মুক্তিযুদ্ধের ক্রে’ডিট ছি’নতা’ই করে নিতে চায় বর্তমান সরকার আওয়ামী লীগ। তাদের সাথে থাকলে সবাই মু’ক্তিযো’দ্ধা, না থাকলে স্বাধীনতাবি’রো’ধী।








শুক্রবার (২৫ ডিসেম্বর) পাটকল, চিনিকলসহ দেশীয় শিল্প বন্ধের চক্রান্তের বি’রু’দ্ধে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত প্রেসক্লাবের সামনের বি’ক্ষো’ভ’ সমাবেশ তিনি এসব কথা বলেন। এসময় সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, আজকে সম্রা’ট-পাপিয়াদের মতো চু’নোপু’টি ধরে কি হবে যদি আপনারা রুই-কাতলার প্রশ্নই এড়িয়ে যান।
পাটকল-চিনিকল শ্রমি’কদের আ’ন্দো’লন প্রসঙ্গে তিনি বলেন, সরকারের ট’ন’ক নড়াতে হলে আন্দোলনে জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে। জনগণকে বোঝাতে হবে চিনি শিল্প, পাট শিল্প, চামড়া শিল্প এগুলোতো আমাদের একার দায়িত্ব নয়। এগুলোকে যারা র’ক্ষা করতে চান তারা দলমত নির্বিশেষে চলে আসেন, কোনো ব্যানার লাগবে না।








নূর আরও বলেন, বন্ধ পাটকল রাষ্ট্রীয় উদ্যেগে চালু করতে হবে, চিনিকল বন্ধ করা যাবে না।পর্যাপ্ত বরাদ্দ ও দক্ষ পরিচালনার মাধ্যমে পাটকল, চিনিকলের আধুনিকায়ন করতে হবে।
Leave a Reply