
‘দাদা বলেছেন সবসময় ভালো কাজ করবা। সিঙ্গার হবা’, দাদার মরদেহকে শেষ বিদায় জানিয়ে কাঁ’দতে কা’দঁতে কথাগুলো বলে দেশ বরেণ্য অভিনেতা আব্দুল কাদেরের নাতনি লুবাবা।








শনিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যা’গ করেন আব্দুল কাদের। দাদার ম’রদে’হকে শেষ বিদায় জানিয়ে কাঁ’দতে কা’দঁতে লুবাবা বলে, শেষবার দাদা আমার সঙ্গে কোনো কথা বলেননি। শুধু আ’দর করে দিয়েছেন। আপনারা দোয়া করবেন দাদা যাতে বেহেশত নসিব হয়।
লুবাবার মা জাহিদা ইসলাম জানান, দাদার মৃত্যুর খবর শুনে অ’ঝোরে কাঁ’দছে লুবাবা। কিন্তু তাকে হাসপাতালে নেওয়া হয়নি। বাসায় রাখা হয়েছে তাকে। ‘কোথাও কেউ নেই’ নাটকের চরিত্র ‘বদি’ খ্যাত আব্দুল কাদেরের জন্ম মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার সোনারং গ্রামে। তার বাবা মরহুম আব্দুল জলিল।








মা মরহুমা আনোয়ারা খাতুন। স্ত্রী খাইরুননেছা কাদেরের সঙ্গে সুখের দাম্পত্যে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। রেখে গেছেন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও বন্ধু স্বজন।
Leave a Reply