
ক’রোনাভা’ইরা’স সং’ক্রম’ণ বেড়ে যাওয়ায় বিমান চলাচলে যে নিষেধাজ্ঞা দিয়েছিল ওমান, তা তুলে নেওয়া হচ্ছে।








আগামী ২৯ ডিসেম্বর থেকে বাংলাদেশ বিমানের মাস্কাটগামী ফ্লাইটগুলো আবার নিয়মিত চলবে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন।
তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওমান সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামী ২৯ ডিসেম্বর রাত থেকে বিমানের মাস্কাটগামী ফ্লাইটগুলো আবার নিয়মিত চলাচল করবে।”








গত ২২ ডিসেম্বর থেকে বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের টিকেটের জন্য নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। তাহেরা খন্দকার বলেন, ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।
মহামারীকালে যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন ধরন দ্রুত বিস্তার ঘটায় বিমান চলাচলে আগের নিষেধাজ্ঞা ফেরত আনে ওমান। সেই কারণে ২২ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য মাস্কাটগামী বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট বাতিল করা হয়েছিল।








করোনাভাইরাস মহামারীর শুরুতে ২১ মার্চ থেকে মাস্কাট ফ্লাইট বন্ধ করে দিয়েছিল বিমান। ২ অক্টোবর ফ্লাইট পুনরায় চালু হয়। বিমান সপ্তাহে ঢাকা থেকে মাস্কাটে দুটি এবং চট্টগ্রাম থেকে মাস্কাটে দুটি ফ্লাইট পরিচালনা করে।
Leave a Reply