
বাংলাদেশের জনপ্রিয় মডেল পিয়া জান্নাতুল মডেলিং’য়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু এবং সেইসাথে অভিনেত্রী হিসেবেও তিনি ব্যাপক পরিচিত এছাড়াও তিনি নিজেকে নানান’ পেশায় জ’ড়িয়ে রে’খেছেন। তাঁর আরেকটি পরিচয় রয়েছে আর সেটি হচ্ছে তিনি একজন আইন’জীবী নজর’কাড়া গ্লামার্স আর ব্যক্তিত্ব দিয়ে তিনি দর্শকদে’র মন জয় করেছেন এবং তার উপস্থাপনা এবং বা’চনভঙ্গি’ দর্শকদের অত্যন্ত প্রিয় সে কার’ণেই তিনি সর্বদায় আলোচ’নায় থাকেন
আগামী মাসেই মা হতে চলেছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা জান্নাতুল ফেরদৌস পিয়া। তার কোলে যে পুত্র সন্তান আসতে চলেছে একথা জেনে জ’মকালো আ’য়োজনের মাধ্য’মে পুত্রের আগ’মনী উৎসব পালন করলেন তিনিশুক্রবার (২৫ ডিসেম্বর) পিয়া তার ফেসবুক ওয়ালে ঘরোয়া আয়োজনে উৎসবের কিছু ছবি শে’য়ার করেন। ছ’বিতে দেখা যায় স্বামী ফারুক হাসান, মা-বাবা ও কাছের কয়েকজনকে নিয়ে উৎসবে মেতেছেন পিয়া। সবাই পিয়াকে মিষ্টি’মুখ করাচ্ছেন। আর কমেন্ট বক্সে বন্ধু-অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন অভিনেত্রী।








ইতোপূর্বে বেবি বাম্প ফটোশুট করে আলোড়ন তোলেন এ সাহসী অভিনেত্রী ও আইনজীবী। সামাজিক মাধ্যমে পিয়া লেখেন, আমি অনেক ফটোশুট করেছি আমার ক্যারিয়ারে। এই শুট’টা স্পেশাল’, কারণ আমি চেষ্টা করে’ছি একটা মেয়ে যে প্রেগন্যান্ট অবস্থায়ও তার মতো সুন্দর, সে যে কী সুন্দর অনুভূতির মধ্যে দিয়ে যায়, সেটার কিছুটা হ’লেও প্রতিফলন
ঘটাতে। কিন্তু সঙ্গে ভয়, শারীরিক প্রতিবন্ধকতা থাকে- অস্বীকার করার উপায় নাই। সেটাও জয় করা সম্ভব সঠিক খাবার, এক্সারসাইজ ও জ্ঞানের মাধ্যমে।তিনি আরো লেখেন, প্রেগন্যান্সি কোনো অসুস্থতা নয় বরং একজন মেয়ে কতখানি পাওয়ারফুল তার প্রমাণ। তাই এই
অবস্থায় সমাজ থেকে নিজেকে দূরে না থেকে, কে কী বলবে না ভেবে, আরও সামনে এগিয়ে আসা উচিত নিজের শক্তি নিয়ে। আমার কাছে গর্ভাবস্থা মানে গর্ব, মেয়েদের একান্ত সৌন্দর্য আর শক্তি।জানা যায়, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেবি বাম্পসহ পিয়া ফটোশুট করেন। সে সময়কার ভিডিও তিনি ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন।








মা হতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী এবং উপস্থাপিকা জান্নাতুল ফেরদৌস পিয়া ব্যক্তিগত জীবনে জান্নাতুল ফেরদৌস পিয়া বিয়ের পর থেকে ব্যাপক ভাবে আলোচনায় উঠে আসেন এবং সাম্প্রতিক কালে দেখা যায় তিনিশীঘ্রই তার সন্তান পৃথিবীতে আলোর মুখ দেখবে।তবে অবশেষে তিনি জানতে পারলেন যে তার খুলে পুত্রসন্তান আসতে চলেছে এবং একথা জেনেই জমকালো উৎসবের মাধ্যমে আগমনী অনুষ্ঠান পালন করলেন
Leave a Reply