
২০০ টাকার জমি খুঁড়ে ৬০ লাখের হিরে পেল গরিব চাষী, রাতারাতি ঘুরল ভাগ্যের চাকা! – জীবনের বিচিত্র গতি যে কোন পথে এগিয়ে নিয়ে চলে মানু’ষকে, তার হদি’শ আগে থেকে পায় না সে। ভাগ্য কোনো নতুন মোড় নিলে তাতে মানুষ শুধু চমকে ওঠে মাত্র। এ ছাড়া আর কিছুই
তার হাতে থাকে না তাঁর। জীবনের তেমনই এক বিচিত্র মোড়ে এসে চমকে গেছেন লখন যাদব। মধ্যপ্রদেশের গরিব কৃষক লখন যাদব চাষ করার জন্য ভাড়া নিয়েছি’লেন এক সামান্য জমি। মাত্র ২০০ টাকা ভাড়ার সেই জমিই রাতারাতি ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে লখন যাদবের।








তিনি এখন হয়ে গেছেন কোটিপতি! কীভাবে হল এই অসাধ্য সাধন? জনপ্রিয় সংবাদ’সংস্থার প্রতিবেদন অনুযায়ী, লখন যাদব জমি খুঁড়ে খুঁজে পেয়েছেন অমূল্য রত্ন। একটি হিরের টুকরো’ লখন ‘যাদবের সেই ভাড়া করা জমি থেকে পা’ওয়া গেছে, যার দাম কম করে হলেও অন্তত ৬০
লক্ষ টাকার কাছাকাছি। নিজের ভাগ্যের এই রাতারাতি ভোল বদলে চমকে উঠেছেন লখন যাদব। জানা গেছে’, জমি খুঁড়ে যে তুচ্ছ নুড়িপাথরটি লখন যাদব খুঁজে পেয়েছেন, আসলে সেটা ১৪.৯৮ ক্যা’রাটের আস্ত হিরে। গত ৫ ডিসেম্বর এই হিরের টুকরো’টির নিলাম হয়, নিলামে ৬০.৬লক্ষ টাকা দাম উঠেছে বলে ‘জানা গেছে ওই হিরের। টাকা ‘নিয়ে কী করবেন লখন? উচ্চাশা নেই বলেই জা’নিয়েছেন তিনি। বলে’ছেন, “খুব বড়ো কিছু করব না। আমি শিক্ষিত নই। আমি টাকা’টা ব্যা’ঙ্কের ফিক্সড ডিপোজিটে রেখে দেব। ভবি’ষ্যতে আমা’র ছেলে মেয়েরা ওই টাকা








দিয়ে ভালো করে পড়াশোনা করতে পারবে।” এছাড়া ওই টাকার কিছু অংশ দিয়ে লখন যাদব ২ হেক্টর জমি কিনেছেন। ২টো মহিষও কেনা হয়েছে বলে জানা গেছে। প্রথম ১ লক্ষ টাকা দিয়ে একটি বাইক কিনেছেন লখন। তিনি জানিয়েছেন মাটি খুঁড়ে ওই পাথর পাওয়ার পর ধুলোঝেড়ে তিনি বুঝতে পেরেছিলেন এ কোনো সাধারণ পাথর নয়। কিন্তু তা যে এভাবে তাঁর ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে, ভাবতে পারেননি তিনি। এছাড়া, ওই জমিতে আরো কিছু দিন কাজ চালিয়ে যেতে চান লখন যাদব। তাঁর আশা আরো হিরে ওখান থেকে পাওয়া যেতে পারে।
Leave a Reply