
লাইমলাইটে থাকার জন্য আর কি যে করতে হবে অ'ভিনেত্রীদের। ছবি দেখে চক্ষু ছানাবড়া নেটিজেনদের। শরীরী প্রদর্শনে কে কার থেকে এগিয়ে যাব'ে এই খেলাতেই মেতেছেন প্রথম সারির অ'ভিনেত্রীরা।
নিজেদের শরীরের স'ঙ্গে মানানসই পোশাক পরেও জনসমক্ষে ট্রোলের শিকার হয়েছেন বলি তারকারা'। বিভিন্ন ইভেন্ট, স্টেজ শো-তে হা'মেশাই এই ধরনের ঘটনা সকলের চোখে পড়ে।








শরীরী প্রদর্শন করতে গিয়ে শরীরের ব্যক্তিগত মুহূর্ত কখন যে ক্যামেরাব'ন্দি হয়েছে তা হয়তো নিজেরাই জানেন না। রূপোলি পর্দার প্রথমসারির অ'ভিনেত্রীদের রইল কিছু ‘উপস মোমেন্টস’-এর ঝলক।
পোশাকের থেকে শরীর প্রদর্শনেও মাতোয়ারা গোটা বলিউড। রে'ড কার্পেট থেকে স্টেজ শো একাধিকবার পোশাকের কারণে ট্রোলের মুখ পড়েছেন বলি অ'ভিনত্রীরা। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন।
নিজের ফ্যাশন স্টেটমেন্টের জন্য তার জনপ্রিয়তাও তু'ঙ্গে। সাদা রঙের এই শাড়িটি পরে রাভানের একটি মিউজিক লঞ্চের অনুষ্ঠানে গিয়েছিলেন অ'ভিনেত্রী। আর সেখানেই ব্লাউজের ফাঁ'ক দিয়ে তার বক্ষযুগল দেখা যায়। যা প্রকাশ্যে আসা মাত্রই ট্রোলের শিকার হয়েছিলেন।








গো'লাপি রঙের এই শর্ট ড্রেস পরে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। আর সেখানে হাঁটতে গিয়েই তার অন্তর্বাস বেরিয়ে আসে সকলের সামনে। তা প্রকাশ্যে আসতেই ছবির পর ছবি উঠতেই থাকে। এবং ক্যাটরিনা নিজেই তা বুঝতে পেরেছিলেন।
বলিউডের বেবো, করিনা কাপুর খান তার ফ্যাশনের জন্য বলিউডে আইকন হিসেবে জনপ্রিয়। একটি অনুষ্ঠানে গিয়ে একটি বড় সমস্যার মুখে পড়েছিলেন তিনিও। তার ব্লাউজই অ'ভিনেত্রীকে ট্রোলের মুখে ফেলেছিল। কারণ ব্লাউজের মধ্যে থাকা সেফটিপিন সকলের নজরে পড়ে গিয়েছিল।








ছোট পোশাকে পরে অনেক অ'ভিনেত্রীরাই জনসমক্ষে অস্বস্তিতে পড়েছেন। সেই তালিকায় রয়েছেন সুস্মিতা সেনও। পায়ের ফাঁ'কা দিয়ে অন্তবার্স দেখা যাওয়ায় ট্রোলের মুখে পড়েছিলেন অ'ভিনেত্রী।
আলিয়া ভাট। বি-টাউনে শিরোনামের তু'ঙ্গে। হা'ম্পটি শর্মা কি দুলহানিয়ার প্রমোশনের সময় বরুণ ধাওয়ান আলিয়াকে কোলে নিয়ে শক্ত করে ধরেছিলেন। আর সেই সময়েই আলিয়ার অভ্যন্তরীণ পোশাক স্পষ্ট ফুটে উঠেছিল।








পরিণীতি চোপড়াও রয়েছেন সেই তালিকায়। অনুষ্ঠানে একটি সাদা রঙের স্কার্ট পড়ে গিয়েছিলেন অ'ভিনেত্রী। সেখানে একবার নয়, একাধিকবার স্কার্ট টিকে অ্যাডজাস করতে হয়েছিল অ'ভিনেত্রীকে।
Leave a Reply