
ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় সে দেশের প্রেসিডেন্ট জোকো উইডোডোকে সমবেদনা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান।








বাদশাহ সালমান বলেছেন, জাকার্তার উত্তরে বিমান বিধ্বস্তের খবর পেয়েছি আমরা। এ ব্যাপারে সে দেশের প্রেসিডেন্ট, জনগণ এবং ভুক্তভোগীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ভুক্তভোগীদে পরিবারকে শান্ত্বনাও দিয়েছেন তিনি।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে সমবেদনা জানিয়ে সৌদি ক্রাউন প্রিন্স বলেছেন, সৃষ্টিকর্তা মৃত ব্যক্তির ওপর তার করুণা দান করুন, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।








প্রসঙ্গত, গতকাল শনিবার ৬২ জন যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়। বিমানটির দুর্ঘটনাস্থল এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে। তবে সেই বিমানের কারো বেঁচে থাকার আশা দেখছে না সরকারি কর্তৃপক্ষ। সূত্র: সৌদি গেজেট
Leave a Reply