
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে পাথরঘাটার কয়েকটি কেন্দ্রে মা'রামা'রির ঘটনায় ৩৪ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর'্থিত কাউন্সিলর প্রার্থী মোহা'ম্ম'দ ইসমাইল বালিকে আট'ক করেছে পুলিশ।








আজ বুধবার (২৭ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে পুলিশ তাকে আট'ক করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলা'শ কান্তি নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা সোয়া ১২টার দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে কয়েকটি কেন্দ্রে মা'রামা'রির ঘটনা ঘটে। এরপর বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহা'ম্ম'দ ইসমাইল বালিকে আট'ক করে পুলিশ।








চসিক নির্বাচনে ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ এবং নারী ভোটার ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন। তবে এর মধ্যে নতুন ভোটার প্রায় ৮০ হাজার, যারা এবারই প্রথম ভোট দিচ্ছেন। নতুন ভোটাররাই এবারের ভোটে মেয়র-কাউন্সিলর নির্বাচনে ফ্যাক্টর হবেন বলে ধারণা করা হচ্ছে। সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হচ্ছে। চসিক নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটগ্রহণ কর্মক'র্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ৭৩৫ প্রিসাইডিং অফিসার, ৪ হাজার ৮৮৬ সহকারী প্রিসাইডিং অফিসার এবং ৯ হাজার ৭৭২ পোলিং অফিসার।
এছাড়া অতিরিক্ত ৫ শতাংশ হিসাবে ১৬ হাজার ১৬৩ ভোটগ্রহণকারী কর্মক'র্তার নতুন তালিকা প্রস্তুত করা হয়েছে। নির্বাচনের জন্য ৪১ ওয়ার্ডে ৭৩৫টি ভোটকেন্দ্র এবং ৪ হাজার ৮৮৬টি বুথ চূড়ান্ত করা হয়েছে।








এসব কেন্দ্রের জন্য প্রায় ১৬ হাজার ভোটগ্রহণ কর্মক'র্তা চূড়ান্ত করা হয়েছে। গতকাল ম'ঙ্গলবার সকাল থেকেই স্টেডিয়ামে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষ থেকে প্রিসাইডিং অফিসাররা নিজ নিজ কেন্দ্রের জন্য ৭০ ধরনের নির্বাচনী সামগ্রী গ্রহণ করেন।
Leave a Reply