
খাগড়াছড়ির রিছাং ঝরনায় পা পিছলে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রিছাং ঝরনার উপরের খাদে এ দুর্ঘটনা ঘটে।








মৃতরা হলেন- খাগড়াছড়ি জেলা সদরের রুখোই চৌধুরী পাড়ার প্রিতম নাথ এবং লক্ষ্মীপুরের বাসিন্দা অপু চন্দ্র দাশ। প্রিতম খাগড়াছড়ি জেলা শহরের পানখাইয়া পাড়া এলাকার দুলাল নাথের ছেলে।
মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী বলেন, দুপুরে দুই বন্ধু মোটরসাইকেল যোগে ঝরনায় ঘুরতে আসেন। তারা পাহাড় বেয়ে ঝরনার উপরের অংশে উঠেন।








তখন পা পিছলে দুইজনই নিচে পড়ে যান। সাঁতার না জানায় দুইজনের কেউ উঠতে পারেনি। মরদেহ দুটি উদ্ধার করা হয়ছে।
Leave a Reply