
সংগীতগু'রু সঞ্জীব দে আর নেই। আলম আরা মিনু, শাকিলা জাফর, বাপ্পা মজুম'দার, আঁখি আলমগীর, দিনাত জাহান মুন্নীর মতো অনেক জনপ্রিয় শিল্পীর সংগীতগু'রু ছিলেন তিনি।








বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে নয়াটোলার বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টায় শেষনিশ্বা'স ত্যাগ করেন গু'ণী এই সংগীতজ্ঞ।
পারিবারিকভাবেই গানের স'ঙ্গে জড়িত ছিলেন সঞ্জীব। দাদু পেয়ারী মোহন দে ছিলেন বাঁশিবাদক, বাবা মিথুন দে ছিলেন উচ্চা'ঙ্গসংগীতের নামকরা গু'রু। তার মৃ'ত্যুতে সংগীতজগতের অনেকেই শোক প্রকাশ করেছেন।
Leave a Reply