
জরিমানা ছাড়াই তৃতীয়বারের মতো সব যানবাহনের কাগজপত্র হালনাগাদের সুযোগ দিয়েছে সরকার। তার আগে আগে মূল কর বা ফি জমা দিতে হবে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।প্রজ্ঞাপনে বলা হয়েছে, জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স শর্ত সাপেক্ষে হালনাগাদ করার সুযোগ দেওয়া হলো।








প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত এই সুযোগ পাবেন যানবাহন মালিকরা। কিন্তু ভবিষ্যতে ফি খেলাপী মোটরযান মালিকদের আর কোনো সুযোগ দেওয়া হবে না।এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে যানবাহনের কাগজপত্র হালনাগাদের সময় বাড়ানোর জন্য সড়ক পরিবহন ও সেতু সচিব বরাবরে আবেদন করা হয়।
Leave a Reply