
বুধবার প্রিয় দাদিকে হারিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। একদিন পরই ফুপাতো ভাইকে হারালেন তিনি।
বার্ধক্যজনিত কারণে বুধবার সন্ধ্যায় জামালের দাদি হা'মিদা খাতুন মা'রা যান। মৃ'ত্যুকালে হা'মিদা খাতুনের বয়স হয়েছিল ১০০ বছরেরও বেশি।








তার পৈতৃক নিবাস ময়মনসিংহ জে'লার নান্দাইল উপজে'লার চংভাদেরা গ্রাম। তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গু'ণগ্রাহী রেখে গেছেন তিনি।
জাতীয় ফুটবল দলের অধিনায়কের দাদির জানাজায় অংশ নিতে আজ ময়মনসিংহের নান্দাইলে যাচ্ছিলেন তার ফুফাতো ভাই আব্দুল আউয়াল মিয়া। পথিমধ্যে সড়ক দু'র্ঘটনায় মা'রা যান তিনি।








পরপর দুই দিনে দুই প্রিয়জনকে হারালেও জামালের দেশে আসার সুযোগ নেই। ভারতের আই লিগ ফুটবল খেলতে বর্তমানে সেখানে অবস্থান করছেন তিনি। পশ্চিমব'ঙ্গের দল কলকাতা মোহা'মেডানের জার্সিতে এরই মধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছেন ডেনমা'র্ক প্রবাসী এই বাংলাদেশি ফুটবলার।
Leave a Reply