
সমুদ্রে মাছ ধ’রাকালীন প্রায়শই মৎস্য’জীবীদের জালে বড়ো বড়ো’ সামুদ্রিক ‘মাছ উঠে আসে। সেই সামুদ্রিক মাছ নিলামে বেশ ভালো দরেই বিক্রি হয়ে থাকে। এবা’রেও কিন্তু তার অন্যথা হলো না। স’ম্প্রতি দিঘা’য় মৎস্যজী’বীদের জালে ধ’রা পড়েছে বিশাল আকৃতির এক হা’'ঙ্গর! প্রায় ৬০০ কেজি ওজনের ওই হা’'ঙ্গরকে দানবের স’'ঙ্গে তুলনা করলেও কিছু বেশি বলা হয় না।








মৎস্যজীবীদের জালে এই বিশাল আকৃতির হা’'ঙ্গর ধ’রা পড়তেই দীঘার সমুদ্র সৈকতে নিমেষের মধ্যে খবর ছড়িয়ে যায়। হা’'ঙ্গর ‘দেখতে স’মুদ্র সৈকতে ভিড় জমান পর্যটকরা ‘এবং স্থানীয়রা। হা’'ঙ্গর দেখতে’ সমুদ্র সৈ’কতে রীতি’মতো হুড়োহুড়ি পড়ে যায়। উৎসাহী মানু”ষদের ‘মধ্যে” হাঙরের ছবি’ ক্যামেরা বন্দী ‘করার হিড়িক পড়ে যায়। দানব আকৃতির মাছ উ’'দ্ধারকে কেন্দ্র ক’রে এদিন দীঘার সমুদ্র ‘সৈ’কতে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।
এদিকে সমুদ্রগ’র্ভ থেকে দানব আকৃতির সামুদ্রিক হাঙর উ’'দ্ধার করার পর মৎস্য’জীবীরা সেটিকে দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে আসেন। সেখা’নেই ‘হাঙরটি’কে কেন্দ্র করে দীর্ঘক্ষন দরাদরি চলে। শেষমেষ সিরাজ খান নামক এক ব্যব’সায়ী মৎস্যজী’বীদের থেকে মাছটি কিনে নেন। ৮০ হাজার ”টাকার ‘বিনিময়ে ‘মৎ’স্যজীবীদের থেকে মাছটি কিনেছেন তিনি।
Leave a Reply