
আপন দুইভাই দুই জে'লার ডিসি হয়েছেন।তাদের পরিবারের আরো দুই সদস্য বিসিএস ক্যাডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পরিবারের কাহিনী ইতোমধ্যে আলোচনার বি'ষয়ে পরিনত হয়েছে। গত বৃহস্পতিবার ১১ জে'লায় নতুন ডিসি দেওয়া হয়। এতে লক্ষ্মীপুর জে'লার ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যান বিভাগের উপসচিব








আনোয়ার হোসেন আকন্দ।যিনি ২২ তম বিসিএস ব্যাচের কর্মক'র্তা। আনোয়ার হোসেনের আপন বড় ভাই কামর'ুল হাসান ২০১৯ সাল থেকে হবিগঞ্জ জে'লার ডিসি হিসেবে কর্মর'ত। তিনি ২১ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে জয়েন করেন। তারা জানান, তাদের নয় ভাই
বোনের মধ্যে ৬ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।আরেক জন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছেন।তিনিও ২৮ তম বিসিএসে যোগ দিয়ে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সাইন্স হসপিটালে সহকারী রেজিস্টার হিসেবে কর্মর'ত।
Leave a Reply