
ইংরেজি নতুন বছরের সকালেই কপাল খুলেছে রাজবাড়ীর দৌলতদিয়ার জেলে আক্কাস মোল্লার। তার জালে উঠেছে ২০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ। মাছটির দাম উঠেছে প্রায় ৩৫ হাজার টাকা।








শুক্রবার ভোরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছটি ওই জেলের জালে ধরা পড়ে। জেলে আক্কাস মোল্লা জানান, সকালে দৌলতদিয়া ঘাটের নাটু মোল্লার আড়তে মাছটি নিয়ে গেলে ভিড় করে স্থানীয়রা।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১৬০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৮০০ টাকায় কিনে নেন। পরে তিনি ১৭শ টাকা কেজি দরে ৩৪ হাজার ৮৫০ টাকায় ঢাকায় মাছটি বিক্রি করেন।








মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, পদ্মা নদীতে প্রায়ই বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে-মাছ ব্যবসায়ীদের ভালো লাভ হচ্ছে।
Leave a Reply