
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। চলচ্চিত্রের পর্দায় তাকে নেতিবাচক ও ইতিবাচক দুই চরিত্রেই দেখা গেলেও খল নায়ক হিসেবেই তিনি বেশি পরিচিত। তবে পর্দায় যেমনই থাকুক, বাস্তব জীবনে তার রয়েছে উদার এক হৃদয়।








বাস্তব জীবনে তাকে হিরোর ভূমিকায় দেখা গেছে অনেকবার। স’ম্প্রতি দুবাই থেকে চিকিৎ’সা শেষে ঢাকায় ফি’রেন এই অভিনেতা। এরপরই অবকাশ যাপনের জন্য সহপরিবারে কক্সবাজারে ছুটে যান। পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারের বিচে সময় কাটান ডিপজল।
সেখানে পথশি’শুদের গান শুনেন এই জনপ্রিয় অভিনেতা। তারই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছ’ড়িয়ে প’ড়েছে। ভিডিওটিতে দেখা যায়- পথশি’শুরা যৌথভাবে গাইছে‘আমিতো ভালা না ভালা লইয়া থাইকো’। গানটির স’ঙ্গে কণ্ঠ মিলিয়ে হাততালি দিতে দেখা যায় ডিপজলকে। গান শেষে পথশি’শুদের খুশি ক’রতে ডিপজল কিছু টাকা দিয়েছেন বলে জা’না যায়।








ডিপজলের স’ঙ্গে তার স্ত্রী, দুই ছেলে ও বড় ছেলের স্ত্রী ছিলেন। অবকাশ যাপন শেষে বুধবার (৬ জানুয়ারি) ঢাকায় ফি’রেছেন তারা। মনোয়ার হোসেন ডিপজল বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতির দায়িত্ব পা’লন করছেন। খুব শিগগির নতুন সিনেমা’র কাজে হাত দেবেন বলে জা’নিয়েছেন এই অভিনেতা।
Leave a Reply