
ভারতের দক্ষিণী সিনেমা'র অ'ভিনেত্রী শ্রুতি হাসান। পবন কল্যাণ, মহেশ বাবু, জুনিয়র এনটিআর, রাম চরণ, আল্লু অর্জুন, সুরিয়াসহ প্রথম সারির অনেক তারকা অ'ভিনেতার বিপরীতে অ'ভিনয় করেছেন তিনি। বলিউড সিনেমাতেও তাকে দেখা গেছে।








ব্যক্তিগত জীবনে অ'ভিনেত্রী তামান্না ভাটিয়ার স'ঙ্গে শ্রুতির বেশ ভালো বন্ধুত্ব। পুরুষ হলে ‘বাহুবলি’ সিনেমাখ্যাত এই অ'ভিনেত্রীর স'ঙ্গে প্রেম করতেন বলে জানিয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে শ্রুতি হাসান বলেন, ‘আমা'র কাছে তামান্নাকে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়। আমি পুরুষ হলে তার স'ঙ্গে প্রেম করতাম। সে তেমনই একটি মেয়ে।’
কিংবদন্তি অ'ভিনেতা কমল হাসানের মেয়ে শ্রুতি। একাধিকবার তার প্রেমের গু'ঞ্জন শোনা গেছে। ২০১৬ সালের শেষ দিকে মাইকেল করসেলের স'ঙ্গে এই অ'ভিনেত্রীর প্রেমের গু'ঞ্জন শোনা যায়। তবে গত বছর এপ্রিলে তাদের ব্রেকআপের খবর প্রকাশ্যে আসে। এই অ'ভিনেত্রী জানান, ব্যক্তিগত জীবনে তিনি এখন সি'ঙ্গেল।








শ্রুতির পরবর্তী সিনেমা ‘বাকীল সাব’। এতে পবন কল্যাণের বিপরীতে দেখা যাব'ে তাকে। এছাড়া রবি তেজার স'ঙ্গে ‘ক্র্যাক’ সিনেমায় অ'ভিনয় করবেন এই অ'ভিনেত্রী।
Leave a Reply