
বলিউডে ব্যস্ত তারকা শ্র'দ্ধা কাপুর। গায়িকা, অ'ভিনেত্রী ও নৃত্যশিল্পী হয়ে অসাধারণ পারফর্মেন্সের কারণে বলিউডের শীর্ষ নায়িকাদের একজন হয়েছেন তিনি।
নানা সময় তার স'ঙ্গে নায়কেরই প্রেমের গু'ঞ্জন উঠেছে। কিন্তু গত কয়েক বছর ধরে শ্র'দ্ধা কাপুরের স'ঙ্গে ফটোগ্রাফার রোহানের প্রেমের সম্পর্ক নিয়ে জোর আলোচনা বলি পাড়ায়।








লকডাউনের মাঝে শ্র'দ্ধার স'ঙ্গে রোহানকে বেশ কয়েকবার চোখে পড়ে রাস্তায়। যদিও পাপারাৎজিদের সামনে এ বি'ষয়ে কখনওই মুখ খুলতে দেখা যায়নি রোহান বা শ্র'দ্ধা কাউকেই।
সম্প্রতি খবর বেরিয়েছে রোহান শ্রেষ্ঠাকেই শিগগির বিয়ে করছেন শ্র'দ্ধা কাপুর।
বরুণ-নাতাশার বিয়ের পর তাদের শুভেচ্ছা জানান শ্র'দ্ধার বিশেষ বন্ধু রোহান শ্রেষ্ঠা। রোহানের শুভেচ্ছা পেয়ে পাল্টা প্রশ্ন করে বসেন বরুণ। শ্র'দ্ধার সাতপাকে বাঁধা পড়ার জন্য প্রস্তুত কিনা বরুণের এমন প্রশ্নে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি রোহান। শ্র'দ্ধাকেও এ বি'ষয়ে চুপ থাকতে দেখা যায়।








এর আগে ফারহান আখতারের স'ঙ্গে শ্র'দ্ধা কাপুরের সম্পর্ক নিয়ে বেশ আলোচনা হয়। এমনও শোনা যায়, ফারহানের বাড়ি থেকে শ্র'দ্ধাকে টেনে বের করে নিয়ে আসেন বাবা শক্তি কাপুর। কেননা, মেয়ের স'ঙ্গে ফারহানের সম্পর্ক শক্তি কাপুর মেনে নিতে পারেননি বলে খবর রয়েছে। সূত্র: জি-নিউজ
Leave a Reply