
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের একাংশ ভা’ঙার অ’ভিযো’গে নুর আলম (৩৫) নামে এক যুবককে আ’টক করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার পূর্ব চৌরাস্তা এলাকা থেকে আ’টক করা হয়।








আট’ক নুর আলম উপজেলার রঘুনাথপুর মহল্লার (মহিলা কলেজের পেছনে) হাসান আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে নুর আলম হঠাৎ পূর্ব চৌরাস্তায় অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালের বেদিতে উঠে ইট দিয়ে ম্যুরালের টাইলসে আ’ঘা’ত করতে শুরু করে।
এ সময় উপস্থিত লোকজন তাকে আট’কাতে গেলে তিনি পা’লানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহয়তায় পুলিশ তাকে আ’টক করে।








পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইটের আ’ঘা’তে ম্যুরালের পূর্ব অংশের তিনটি টাইলস আং’শিক ক্ষ’তিগ্রস্ত হয়েছে।
Leave a Reply