
বরগু'নার তালতলীতে শাকিল (৩০) নামের এক আনসার সদস্যকে ৩৮০ পিস ইয়াবাসহ আট'ক করেছে পুলিশ।








শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে তালতলীর স্থানীয় বাসস্ট্যান্ড থেকে তাকে আট'ক করেছে তালতলী থানার পুলিশ। শাকিল তালতলী উপজে'লা চরপাড়া এলাকার নজরুল হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, উপজে'লার লোকাল বাসস্ট্যান্ডে ইয়াবা বিক্রি হচ্ছে এমন একটি সংবাদ পেয়ে পুলিশের একটি টিম অ'ভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে শাকিল নামের এক আনসার সদস্যের কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা উদ্বার করা হয়। এ সময় শাকিলের কাছে আনসার সদস্যের একটি আইডি কার্ড পাওয়া যায়।








তালতলী থানার ওসি মো. কামর'ুজ্জামান মিয়া বলেন, গো'পন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অ'ভিযান চালিয়ে ৩৮০ পিস ইয়াবাসহ আট'ক করা হয়, তার নামে মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মা'মলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply