
ক’রো’না ম’হামা’রির মধ্যে নাট’কের শু’টিংয়ের মাধ্যমে কাজে ফিরেছেন ঢাকাই ছবির ‘প্রিয়দর্শিনী’ খ্যাত নায়িকা মৌসুমী। এবার ফিরলেন সিনেমায়ও। সঙ্গে ওম’র সানী।








সিনেমা’র পাশাপাশি ব্যক্তি জীবনেও সফল এই জুটি শুরু করেছেন ‘বাংলার ভাবী’ নামে একটি সিনেমা’র শু’টিং। গাজীপুরের হোতা পাড়ায় ছবির শু’টিং চলছে। এখানে দুদিনের শুটিং করে প্রথম লটের কাজ শেষ হবে। ‘বাংলার ভাবী’ সিনেমাটি পরিচালনা করছেন নৃত্য পরিচালক সাইফুল ইস’লাম।
বিষয়টি নিশ্চিত করে ওম’র সানি আজ বলেন, ‘অনেক দিন পর আমি ও মৌসুমী একসঙ্গে সিনেমায় কাজ করছি। ভালো লাগছে। বেশ মজার একটি চিত্রনাট্য। আমাদের পাশাপাশি এখানে একটি নতুন জুটিকেও দেখতে পাবেন দর্শক।’








শোনা যাচ্ছে মৌসুমী এ সিনেমাটি পরিচালনা করছেন। বিষয়টি সত্য নয় জানিয়ে তিনি আরও বলেন, ‘এটি গু’জ’ব। মৌসুমী কোনো ছবি পরিচালনা করছে না আপাতত। ছবিটি নির্মাণ করছে আমাদেরই প্রিয় নৃত্য পরিচালক সাইফুল। মৌসুমী এখানে ভাবির চরিত্রে অ’ভিনয় করছে। আমি আছি তার বিপরীতে। শিগগিরই এ ছবির নির্মাণকাজ শেষ করে চলতি বছরেই এটি মু’ক্তি দেয়া হবে।
Leave a Reply