
চাঁদপুরের ফাতেমা। ভারতীয় প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় সেখানে। সেই প্রেমিক কিশোরী ফাতেমাকে সেখানে নিয়ে বিক্রি করে দেয়। দীর্ঘ ১০ বছর পর কারা'গার হয়ে বৃহস্পতিবার বাংলাদেশে প্রবেশ করলেন তিনি।








তার স'ঙ্গে সিলেটের বিয়ানীবাজার শেওলা সীমা'ন্ত দিয়ে দেশে ফিরেছেন আরো ১৮ জন। ফাতেমা বলেন, সে আমাকে বিয়ে করার কথা বলে ভারতে নিয়ে যায়। পরে আমাকে বিক্রি করে পালিয়ে যায়।
ফাতেমাসহ এই ১৯ জন দেশের ১৬ জে'লার বাসিন্দা। তাদের গ্রহণ করতে সিলেটে ছুটে যান স্বজনরা। আবদুর রহিম নামে এক স্বজন বলেন, আমা'র এক চাচা ভারত থেকে ফিরেছেন। তার জন্য এখানে এসেছি।৫২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী শ’হীদুল্লাহ জানান, ভারতের বিভিন্ন কারা'গারে আরো অর্ধশত বাংলাদেশি ব'ন্দি আছেন। তাদের শিগগিরই ফিরিয়ে আনা হবে। দুই দেশের সংশ্লিষ্ট সংস্থা বি'ষয়টি দেখছে।








দৃষ্টি আকর্ষণ এইখবরগু'লো সাইটে সাধারণত আম’রা নিজস্ব কোনো খবর তৈরী করি না..আম’রা বিভিন্ন নিউজ সাইট থেকে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি..তাই কোনো খবর নিয়ে আ’পত্তি বা অ’ভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কতৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
Leave a Reply