
বয়স বাঁধা হয়ে দাড়ায়নি। এই বছর তাঁদের চতুর্থ বিবাহবার্ষিকী। ইনস্টাগ্রাম দেখলেই বুঝবেন একে অন্যজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। চতুর্থ বিবাহবার্ষিকীতে এসে উষ্ণতা মাখা ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়।








ছেলেটির বয়স যখন মেরে কে'টে ১৭ তখন বৃদ্ধার বয়স ছিল ৭১। সে সময়ই প্রেমে পড়েন দুজনে। ব্যাস্, একস'ঙ্গে থাকতে বিয়ের সি'দ্ধান্তও নিয়ে ফেলেন তাঁরা।
তাদের নিয়ে যে সমাজে সমালোচনার অন্ত নেই, তাতে পরোয়া করেন না দুজনে। ছেলেটির নাম গ্যারি বৃদ্ধার নাম আমলিডা। তাদের বয়সের ফারাক ৫৪ বছর।








গ্যারি ইনস্টাগ্রামে জানিয়েছেন, ”তোমা'র স'ঙ্গে যেদিন দেখা হয়েছিল, সেদিনেই প্রেমে পড়ে যাই। ভাবতে পারেনি এরকম গভীরভাবে কাউকে ভালোবাসতে পারবো আমি। নানা টানাপোড়নের মধ্যে দিয়ে বিভিন্ন ঝড় ঝাপটা পার করেছি আমর'া। একস'ঙ্গে সে সময় কাটিয়েছি, তোমা'র প্রতি আমা'র ভালবাসা তা যেন নষ্ট না হয়ে যায়। নিঃশর্ত ভাবে ভালবাসতে চাই আমি। জীবনের শেষ দিন পর্যন্ত এভাবেই তোমা'র যত্ন নিতে চাই। ”
‘দ্য সান’ সংবাদ সংস্থাকে আলমিডা জানিয়েছেন,”৪৩ বছর আমি প্রথম স্বামী ডোনাল্ডের স'ঙ্গে ঘর করেছি। ২০১৩ সালে সাত মাস অসুস্থ থাকার পর তিনি মা'রা যান। তারপর আমি নিজেকে খোঁজার চেষ্টা করি। তারপর ওয়ালমা'র্টে কাজ করা শুরু করি”।








অন্যদিকে গ্যারি আট' বছর ধরে তাঁর এক শিক্ষিকাকে ভালোবাসেন। কিন্তু শিক্ষিকা তার ভালোবাসাকে তোয়াক্কা করেনি। সেই দুঃখে হাতাশায় চলে যায় গ্যারি। তখনই গ্যারি ও আমলিডা এক অনুষ্ঠানে দেখা হয়। তারপর আমলিডা সারাক্ষণ ধরে ভাবতে থাকে গ্যারির কথা। এরপরই আসতে আসতে শুরু হয় প্রেমের জাল বোনা। গ্যারি ও আলমিডার ভালোবাসার গল্প ভাইরাল সোশাল মিডিয়ায়।
Leave a Reply