
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও নায়ক ওমর' সানি। ভালোবেসে তারা বিয়ে করেছিলেন ১৯৯৫ সালের ৪ মা'র্চ। তাদের বিয়ের ২৫ বছর পেরিয়ে গেছে। বেশিরভাগ তারকা দম্পতির সংসার খুব বেশি দিন না টিকলেও বিয়ের আড়াই যুগ পার করে দিয়েছেন মৌসুমী-ওমর' সানি দম্পতি। তাদের ঘর আলো করে এসেছে দুই সন্তান ফারদিন ও ফাইজা।








তবু বিবাহবার্ষিকী এলে আজও মৌসুমীর মনে হয়, এই তো সেদিন তাদের বিয়ে হয়েছে। ম'ঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে মৌসুমী বলেন, বিয়ের পর ২৫ বছর চলে গেছে। বিবাহবার্ষিকী এলে আজও মনে হয়, এই তো সেদিন বিয়ে করলাম। কবে, কখন এতটা সময় পার হয়ে গেল বুঝতেই পারিনি! ঢালিউড অ'ভিনেত্রী মৌসুমী বলেন, ‘সব কিছুই ম্যানেজ করা যায়, কিন্তু সম্পর্কের ছন্দপতন খুব একটা করা যায় না।
সম্পর্ক বেঁচে থাকে পরস্পরের প্রতি বিশ্বা'স আর শ্র'দ্ধায়। এটিও ঠিক, শুধু দাম্পত্যে নয়, যে কোনো সম্পর্কেই বিশ্বা'স ও শ্র'দ্ধা থাকতে হবে। স্বামী ওমর' সানি প্রস'ঙ্গে মৌসুমী বলেন, ‘আমা'র স্বামী অন্যদের মতো নয়। ২৫ বছর ধরে সুখশান্তিতে ঘর করার এটিও একটি অন্যতম কারণ। অনেক মেয়েই তাদের স্বামীকে নিয়ে খুব আফসোস আর দুঃখ করে।








নানা রকম কথাবার্তা বলে। তখন খুব খারাপ লাগে। কিন্তু আজ পর্যন্ত সানিকে নিয়ে কোনো অ'ভিযোগ করতে হয়নি আমা'র। সানির সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে, খুব সহজে মানুষকে ভালোবাসে, বিশ্বা'স করে। যত সহজে রাগে, তার চেয়ে তার দ্রুত রাগ কমে যায়। মানুষকে ক্ষ'মা করে দেয়। এটি আমা'র খুব পছন্দ।’
Leave a Reply