
মাঝ রাতে ঢাকার বিভিন্ন স্থানে গরীব ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন চিত্রনায়িকা শাহনূর। শাহনুর ফাউন্ডেশন পক্ষ থেকে এসব বিতরণ করা হয়।








এ বি'ষয়ে শাহনূর বলেন ,গভীর রাতে, এইসব শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে , নিজেকে ধন্য মনে করছি। আপনারাও এগিয়ে আসুন দেখবেন, নিজেও অনেক শান্তি পাবেন। বহু বছর ধরে ,শাহনুর ফাউন্ডেশন থেকে একটু একটু করে কাজ করে যাচ্ছি। আর এই কাজগু'লো করছি, শুধুমাত্র আমা'র নিজের শান্তির জন্য। এই মানুষগু'লোর মুখের হাসিটাই আমা'র বেশি প্রিয়।
বীর মুক্তিযো'দ্ধা সৈয়দ মোজাফ্ফর আলীর স'প্ত ম মৃ'ত্যুবাষির্কী উপলক্ষে এর আগে তিনি নড়াইলে মুক্তিযো'দ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্বরে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ছাড়াও 'হতদরিদ্র শীতার্তদের মধ্যে পাঁচ শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। প্রায় ২৩-২৪ বছর তিনি এভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।








এছাড়া তিনি বছর জুড়েই প্রতিব'ন্ধী বাচ্চাদের নিয়ে কিছু কাজ করেন । তার জন্ম'দিনে, এছাড়াও বিশেষ বিশেষ দিনেও তিনি প্রতিব'ন্ধী বাচ্চাদের জন্য কাজ করে থাকেন। তিনি বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করেন এবং পথ শিশুদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ।
Leave a Reply