
গত ১৯ ডিসেম্বর-২০২০ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইউটিউবে নিজের নামে চ্যানেল খুলেছেন বলে দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী জানিয়েছিলেন।








ইউটিউব চ্যানেলের লিংক পোস্ট করার পর থেকেই মাত্র ১৮ দিনে ১ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে বাংলাদেশের ইসলামিক বক্তা মিজানুর রহমান আযহারীর। এটিই রেকর্ড। দক্ষিণ এশিয়ার ২য় অবস্থানে আছে ভারতের অভিনেতা সালমান খান। ২৩ দিনে তার ইউটিউব চ্যানেলে ১ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল।








শুধু তাই নয় “Mizanur Rahman Azhari” নামের ইউটিউব চ্যানেল খোলার মাত্র ২৪ ঘন্টায় কোন ভিডিও ছাড়ায় সাবস্ক্রাইবার দেড় লাখ ছাড়িয়েছিল যা বিশ্ব রেকর্ড হয়েছে।এখন পর্যন্ত মিজানুর রহমান আজহারীর এই চ্যানেলের ভিডিও সংখ্যা মাত্র ৩টি।
আরও পড়ুন=বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ার বিপরীতে কমছে দাম। তাই আমদানি শুরু হলেও রাজধানীর কারওয়ানবাজারে নেই ভারতীয় কোনো পেঁয়াজ। বিক্রেতারা বলছেন, ভারতীয় পেঁয়াজের দাম তুলনামূলক বেশি, তাই ভারতীয় পেঁয়াজ বাজারে আনছেন না। বাজার ঘুরে তাদের দাবির সত্যতাও মিলল।
আজ বুধবার (৬ জানুয়ারি) হিলি বন্দর এলাকায় প্রতি কেজি ভারতীয় পেঁয়াজের দাম পড়ছে ৩০ থেকে ৩২ টাকা। পরিবহনসহ আনুষঙ্গিক খরচ যোগ করলে ঢাকায় ওই পেঁয়াজের দাম দেশি পেঁয়াজের দামকে ছাড়িয়ে যাবে বলে কিনছেন না কারওয়ানবাজারের পাইকাররা।








এ বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে। বাজারে আসা সর্বোচ্চ ভালো মানের এক কেজি দেশি পেঁয়াজের দাম পড়ছে ৪০ টাকা। দেশি হাইব্রিডের কেজি পড়ছে সর্বোচ্চ ৩৫ টাকা। কারওয়ানবাজারের পাইকারী ব্যবসায়ী মো. আশরাফ হোসেন জানালেন, ভারতীয় পেঁয়াজ না থাকলেও বাজারে সরবরাহ আছে চীন, মিশর, তুরস্কের পেঁয়াজের। এ বাজারে তুরস্ক, চীন ও হল্যান্ডের পেঁয়াজের প্রতি কেজির দাম পড়ছে ২০ থেকে ২২ টাকা। এছাড়া ৩৫ টাকার মধ্যে মিলছে এক কেজি মিশরের পেঁয়াজ।
Leave a Reply