
সৌদি আরব সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামী ৬ জানুয়ারি থেকে আবারো ফ্লাইট শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।








এছাড়া নিষেধাজ্ঞার কারণে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের টিকিট রি-ইস্যু করবে বিমান কর্তৃপক্ষ।রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। টিকিট রি-ইস্যু করতে নির্ধারিত শিডিউল মেনে বিমানের অফিসে যোগাযোগের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় গত ২১ ডিসেম্বর থেকে প্রথমে এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করে সৌদি আরব সরকার। নিষেধাজ্ঞা কার্যকর করতে দেশটির অভ্যন্তরে থাকা সব বিদেশি এয়ারলাইন্সকে ফিরে যেতে বলা হয়।








সাতদিনের শেষে আরো এক সপ্তাহ নিষেধাজ্ঞা বাড়িয়েছিল দেশটি। ফলে দুই সপ্তাহ যাবৎ বিমান বাংলাদেশ এয়ালাইন্সের সৌদিগামী ফ্লাইট বন্ধ ছিল।
Leave a Reply