
বহু জল্পনার অবসান ঘটিয়ে শেষে বয়সে ৭ বছরের ছোট রোহনপ্রীতের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন নেহা কক্কর। নেহার বয়স ৩২ বছর,যেখানে রোহনপ্রীতের বয়স ২৫ বছর। তবে নবদম্পতির কেউই সেই বিষয় কোনও তোয়াক্কা না করে নতুন জীবনকে স্বাভাবিক ভাবে উপভোগ করছেন।সম্প্রতি ভা’রতের জনপ্রিয় গানের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর ১২তম মৌসুমের একটি পর্বে এই তারকা দম্পতি অংশ নেন। সেখানে নিজেদের প্রে’ম ও বিয়ের ঘটনা শেয়ার করেছেন রোহনপ্রীত।








যার একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে নেহা লিখেছেন, ‘সে আমাকে কাঁদিয়ে ছেড়েছে।’ মানে রোহনপ্রীত সিংয়ের ভালোবাসা চোখের পানি ধরে রাখতে পারেনি নেহা।তো, কী’ এমন কথা বলেছেন রোহনপ্রীত, যার কারণে নেহা নিজে’র কা’ন্না ঠে’কাতে পারে’ননি। ওই ভিডিওতে দেখা যায় রোহনপ্রীত নেহার সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃ’তি ও প্রে’মে পড়ার আ’বেগঘ’ন ঘটনা শে’য়ার করছেন। যা পাশে বসেই শুনছেন নেহা, এক পর্যায়ে স্বামীর কথা শুনে আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন নেহা।
আরও পড়ুনঃহাত, পা ও পুরো শরীর- • বেসন,হলুদের গুঁড়া দুধের সাথে মিশিয়ে হাতে,পায়ে ও গায়ে মাখু’ন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। গোসলের আগে এই প্যাকটি লাগানোর চেষ্টা করুন।• চন্দন ১ চা চামচ, মুলতানি মাটি ১ চা চামচ,মধু ১ চা চামচ হলুদ বাটা ১চা চামচ, ১ চামচ গুঁড়ো দুধ মিশিয়ে সপ্তাহে ৩ দিন করে লাগান। • ১ চা চামচ লেবুর রস, ১ চা চামচ শসার রস,








১ চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে প্যাকটি হাতে পায়ে লাগান। পুরো শরীরে দিতে চাইলে পরিমাণ বাড়িয়ে দিতে হবে।• বাদাম তেল ১ টেবিল চামচ,অ্যালো’ভেরা জে’ল ১ চা চামচ মিশিয়ে হাত পায়ে দিবেন। হাত, পা ফর্সা হবে।• গোসলের পর সারা শরীরে ভেসলিন বা ভা’রি ক্রিম লাগাবেন। গোসলের সময় স্ক্রাব দিয়ে পুরো শরীর ঘষবেন। নিভিয়া,ভেসলিন এর বডি হোয়াইটিনিং ব্যবহারে কার্যকারী ফলাফল পেতে পারেন ।
• ১ কাপ ঠাণ্ডা চায়ের লিকারের সাথে ২ টেবিল চামচ ময়দা ও আধা চা চামচ মধু মিশিয়ে হাতে,পায়ে লাগিয়ে রাখু’ন।২০ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে ধোয়ার সময় একটু সার্কুলার মুভমেন্টে ঘষবেন।• শশার রস, গো’লাপজল ও গ্লিসারিন মিশিয়ে হাতে পায়ে মাখবেন।কালচে দাগ কমানোর এটি একটি অন্যতম সহ’জ উপায়।








• গ্লিসারিনের সাথে লেবুর রস মিশিয়ে একটি শিশিতে ভরে রাখু’ন। প্রতিদিন ঘুম থেকে উঠার পর মুখ ধোয়ার পর হাতে ও পায়ে ম্যাসাজ করুন।• ২ টেবিল চামচ নারিকেলের দুধের সাথে চন্দন গুঁড়া মিশিয়ে আলতোভাবে পুরো শরীরে ঘষে নিন।এটি আপনার শরীরের রং উজ্জ্বল করবে।• সপ্তাহে কমপক্ষে ১ বার পেডি কিউর ও মেনি কিউর করা উচিত্। পার্লারে যাওয়ার সময় থাকলে বাসায় সেরে ফেলুন। গরম পানিতে লবণ,লেবুর রস,গ্লিসারিন,শ্যাম্পু মিশিয়ে ১০ মিনিট হাত পা ভিজিয়ে রেখে পেডি কিউর ও মেনি কিউর সেট দিয়ে হাত পা পরিষ্কার করে ফেলুন। পরে ময়েশ্চারাইজ ক্রিম দিয়ে ম্যাসাজ করুন।
Leave a Reply