
বর্তমান সময়ের বাংলা সিনেমা'র জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। এই পর্যন্ত অনেক ব্যবসাসফল সিনেমা করে আলোচনায় এসেছেন তিনি। ফের খবরের শিরোনাম হলেন এই বিউটি কুইন।








সম্প্রতি এক সাক্ষাৎকারে হাজির হন মাহি। তাঁকে প্রশ্ন করা হয় আপনার স্বামী অ’পু কেমন আছেন? ভালোবাসা কি আগের মতোই আছে, নাকি কমেছে বা বেড়েছে?
ভালোবাসা নেই একদমই। মায়া আছে অনেক বেশি। তাঁকে আমা'র খালাতো ভাই মনে হয়। সে এখন আমা'র বন্ধুর মতো। জামাই বা ভালোবাসি, এগু'লো ফিল হয় না। পথে সুন্দর কোনো ছেলে দেখলে তাঁকে বলি, দেখ ছেলেটা অনেক সুন্দর না?








মাহি আরও বলেন, আমর'াও মানুষ। মানুষের জীবনে যেসব ঘটনা ঘটে, মানুষ হিসেবে আমা'র জীবনেও সে রকম ঘটতে পারে। আমর'া বিনোদন অ’'ঙ্গনে কাজ করি বলে আমা'দেরটা দেখা যায়, র’টে যায়, খবর হয়ে যায়। কেউ যদি বিত’র্ক সৃষ্টি করে, করুক। আমি চাই লোকে কথা বলুক। বললে যারা আমাকে চেনে না, তারাও চিনবে।
Leave a Reply