
আফগানিস্তানে দফায় দফায় বি'স্ফো'রণে এক সেনা কমান্ডোসহ নিরাপ'ত্তাবাহিনীর অন্তত চার সদস্য নি'হত এবং আরো দশ জন আ'হত হয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।








রয়টার্স জানিয়েছে, দেশটির কুনার প্রদেশের চাপা ধা'রা জে'লায় বি'স্ফো'রণে এক কমান্ডারসহ চার পুলিশ সদস্য নি'হত হন। একইদিনে জালালাবাদে রাস্তার পাশে পুঁতে রাখা বো'মা'র বি'স্ফো'রণে আ'হত হয়েছেন তিন পথচারী।
দেশটির পুলিশের একজন মুখপাত্র জানান, কান্দাহার প্রদেশে একটি পুলিশ আউটপোস্ট লক্ষ্য করেও গাড়ি বো'মা'র বি'স্ফো'রণ ঘটানো হয়। এ ঘটনায় সাত পুলিশ সদস্য গু'রুতর আ'হত হয়েছেন।
Leave a Reply