
ম'দিনা ইউনিভাির্সিটিতে না পড়ে নামের শেষে মা'দানী ব্যবহার করতেন শারীরিক আকৃতিতে ছোটো বক্তা মাওলানা রফিকুল ইসলাম নেত্রকোনা। এ বি'ষয়টি হুবহু মিলে যায় এক হেফাজত নেতার সাথে। তার নামও মাওলানা রফিকুল ইসলাম মা'দানী। সম্প্রতি তিনি বক্তা রফিককে তার নামের লকব পরিবর্তনে এক লিগ্যাল নোটিশ প্রদান করেছেন। গতকাল এ বি'ষয়টি গণমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।








এদিকে শারীরিক আকৃতিতে ছোটো বক্তা মাওলানা রফিকুল ইসলাম নেত্রকোনা এখন আর নামের শেষে মা'দানী শব্দ ব্যবহার করেন না। বরং ঘোষণা দিয়ে তিনি এ নাম ব্যবহার থেকে বিরত থেকেছেন। তিনি এখন নামের শেষে নিজ জে'লার দিকের সম্পৃক্ত করে নেত্রকোনা লেখেন। নাম পরিবর্তনের বি'ষয়ে এক ভিডিও বার্তা দিয়েছেন তিনি। তাতে তিনি উল্লেখ করেন, আমি জামিয়া মা'দানিয়া বারিধা'রা মা'দরাসায় পড়েছি। এজন্য আমা'র নামের শেষে মা'দানী শব্দ ব্যবহার করি।
ভিডিও বার্তায় তিনি বলেন, নামের শেষে আমি কেনো মা'দানী লিখি? এই প্রশ্নটা এত বেশি আমাকে করা হয়েছে যার উত্তরটি আজ দিচ্ছি। অনেক সময় দেখা যায় আপনি যে মা'দরাসায় পড়েছেন সেই মা'দরাসার নামে ছাত্রদের নাম দেওয়া হয়। যেমন জামিয়া রাহমানিয়া থেকে যারা ফারেগ হয়ে তাদের বলা হয় রাহমানি।
যাত্রাবাড়ী মা'দরাসার প্রিন্সিপাল আল্লামা মাহমুদুল হাসান এর নিজের প্রতিষ্ঠিত ময়মনসিং








হের চরখরিচায় মা'দরাসা। তার মা'দরাসার নাম ‘জামিয়া মাহমুদিয়া।’ ওখান থেকে যারা আলেম হয় মাওলানা হয় তাদের বলা হয় মাহমুদী। আর আমা'র মা'দরাসা যেহেতু জামিয়া মা'দানিয়া বারিধা'রা সেটার নিসবতে আমি মা'দানী লিখেছি।
শিশু বক্তা রফিক বলেন, আমি ম'দিনা ইউনিভার্সিটিতে পড়িনি। ম'দিনা ইউনিভার্সিটির কথা বলে আমি অযথা মিথ্যা কথা বলতে পারবোনা। আমি জামিয়া মা'দানিয়া নিসবতেই মা'দানী লিখি। তাছাড়া আমা'র ওস্তাদ আল্লামা নূর হোসাইন কাসেমী রহমতুল্লাহি আলাইহিকে সামনে রেখে আমাকে মা'দানী বলেছেন আমা'র হুজুর মাওলানা মাসউদ সাহেব। এজন্য আমি মা'দানী শব্দটি ব্যবহার করি।








তিনি বলেন, আমা'র শিশু বক্তা শব্দটি মোছার প্রয়োজন ছিল। শিশু বক্তা শুনতে আমা'র ভালো লাগত না। শিশু বক্তা বলে মানুষ আমা'র সমালোচনা করত। এটাকে মোছার জন্য আমি মা'দানী শব্দ ব্যবহার করি।
তিনি আরও বলেন, যদি আপনারা কেউ মনে করেন যে আপনার এ মা'দানী লেখা উচিত না। তাহলে আমি আমি স্পষ্ট করে বলছি, কোন রকমের মিথ্যা বা বানোয়াট কোন কথা নয়। আমি কোন মিথ্যার আশ্রয় নিচ্ছি না। আমি মা'দানী শব্দ ব্যবহার করবো না। আর আমা'র এ নাম ব্যবহার করে আমি ম'দিনা ইউনিভার্সিটিতে পড়েছি এটা বোঝানো কিংবা মানুষকে ধোঁকা দেওয়া আমা'র মোটেও উদ্দেশ্য না।








শুধুমাত্র শিশু বক্তা শব্দটি মোছার জন্য আমি মা'দানী লিখেছি। তবে আপনারা যদি মনে করেন যে আমা'র মা'দানী লেখা উচিত না। তাহলে আমি আর মা'দানী লিখবো না।
Leave a Reply