
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পুলিশের সেবার মান বেড়েছে। থানাগু'লোতে নারী ও শিশুবান্ধব পুলিশিং ব্যবস্থা চালু হয়েছে। পুলিশের ওয়ানস্টপ সার্ভিস, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ যুগান্তকারী পদ'ক্ষেপ হিসেবে পরিচিতি লাভ করেছে।’আজ শনিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।








রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে ডিএমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপ'ত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখনকার পুলিশ আর আগের পুলিশ এক নয়। ক’রো’না ম’হা'মা’রির সময় যখন সন্তান বাবার লা’শ হাসপাতাল থেকে নিতে চায়নি তখন পুলিশই তাকে দা’ফনের ব্যবস্থা করেছে। অতীতে রাজধানীতে অ”'গ্নিস”ন্ত্রা’স ও জ্বা'’লাপো’ডাও দমনে পুলিশ গু'রুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মানুষ যখন ঘু'মিয়ে থাকে তখন পুলিশ দিনরাত পরিশ্রম করে মানুষের সেবা দিচ্ছে।








প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বাংলাদেশ পুলিশ মা’দ’ক, স”ন্ত্রা”স দম’নে নি’র’লস কাজ করে যাচ্ছে জানিয়ে স্বরাস্ট্রমন্ত্রী বলেন, ক”রো’নালেকালে সারাবিশ্ব যখন স্থবির হয়ে পড়েছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়া সত্তেও অর্থনৈতিক সীমাব'দ্ধতার মধ্যে পুলিশকে উন্নত দেশের পুলিশের কাতারে নিয়ে যেতে কাজ করছে সরকার।
Leave a Reply