
এশিয়া মহাদেশের বৃ'হত্তম ৯২ ফুট উচ্চতার বড়দা কালী প্রতিমা'র পূজা পিরোজপুরের মঠবাড়িয়ার নির্মল চাঁদ ঠাকুর বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে।
ম'ঙ্গলবার সন্ধ্যায় পূজা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ বিশালাকৃতির কালী প্রতিমা'র পূজা অনুষ্ঠান আগামী শনিবার শেষ হবে। সরস্বতী পূজার আগের দিন রাত থেকে ৫ দিনব্যাপী এ বড়দা কালী পূজা ও ও সরস্বতী উৎসব








ঘিরে দেশের দূরদূরান্ত 'হতে লক্ষাধিক মানুষের পদচারণা ঘটে, উপজে'লা বহেরাতলা এলাকার এ ঠাকুর বাড়িতে। মন্দিরের সেবায়েত সন্তোষ মিস্ত্রী জানান, গত ৩১ বছর ধরে এ ঐতিহ্যবাহী কালি পূজা শুরু হয়ে টানা ৫ দিন উৎসব চলে। ১৯৯০ সালে তিন ফুট উচ্চতার কালী প্রতিমা দিয়ে এ মন্দির প্রা'ঙ্গণে পূজা শুরু হয়।
প্রতিবছর প্রতিমা'র উচ্চতা বাড়তে বাড়তে এবার ৯২ ফুটের প্রতিমা নির্মিত হয়। এছাড়া ৯৬ ফুট লম্বা মহাদেব প্রতিমাও নির্মাণ করা হয়েছে।কালী পূজার আয়োজক শ্রী নির্মল চন্দ্র চাঁদ ঠাকুর জানান, ৩১ বছর ধরে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে। একবার গায়ে জলবসন্ত (গু'টি) রোগে মহা'মা'রী দেখা দেয়। হরি মন্দিরের সেবায়েত স্বপ্নে কালী পূজা দেয়ার জন্য নির্দেশনা পান।








এরপর থেকে প্রতিবছর এ কালী পূজার আয়োজন চলে আসছে। মঠবাড়িয়া উপজে'লা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমা'র কুন্ড বলেন, এতবড় কালী প্রতিমা এশিয়ার কোনো দেশে আর কোথাও আছে কিনা আমা'র জানা নেই এটাই এশিয়ার সবচেয়ে বড় কালী প্রতিমা।
Leave a Reply