
ওমানে হঠাৎ ক”রো’না ভা”ইরা’স বেড়ে যাওয়ার কারণে দেশটির সেলুনের দোকান পরিচালনার জন্য নতুন নির্দেশনা জারি করেছে মাস্কাট পৌরসভা। নীচে পৌরসভা জারি করা নির্দেশিকাগুলো দেওয়া হলো:-








১. দোকানের চেয়ার, টেবিল এবং আয়না পরিষ্কার থাকতে হবে।, দোকানের সকল শেভিংয়ের যন্ত্রপাতি ভালোভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে হবে।
২. অবশ্যই প্রত্যেক দোকানে প্রয়োজনীয় শেভিং সরঞ্জাম থাকতে হবে।, দোকানের কাপড়, তোয়ালে এবং শেভিং তোয়ালে পরিষ্কার থাকতে হবে।দোকানের সকল চেয়ার সামাজিক দূরত্ব রেখে বসাতে হবে, দোকানের প্রত্যেক কারিগরকে স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে।








৩. কাজের সময় কর্মীদের পরিচ্ছন্ন সাদা কোট থাকতে হবে, দোকানে অবশ্যই সকল ধরণের প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম থাকতে হবে, চুলে শ্যাম্পু বা ফেসিয়াল করালে অবশ্যই সকল চেয়ার চার বর্গমিটার পরপর বসাতে হবে।
Leave a Reply