
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজে'লার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সং'ঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক সংবাদকর্মীসহ উভয়পক্ষের অন্তত অর্ধশত নেতাকর্মী আ'হত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, ফাঁ'কা গু'লি ও টিয়ারসেল নি'ক্ষেপ করেছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে চাপরাশিরহাট পূর্ব বাজারে আ.লীগের দলীয় কার্যালয়ের সামনে এ সং'ঘর্ষের ঘটনা ঘটে।








আ'হতদের মধ্যে রয়েছেন- চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, রুহুল আমিন, মেহরাব, বাপ্পী, কামাল পাটোয়ারী, শাওন, শামীম, দেলোয়ার হোসেন, মাস্টার, নসু, কামর'ুল হাসান, নুরুল অমিত, মাসুদ, কাঞ্চন, রায়হান, দেলোয়া, বুরহান উদ্দিন মুজাক্কির’সহ অন্তত ৫০ জন। এদের মধ্যে সংবাদকর্মী বুরহান উদ্দিন মুজাক্কির, নুরুল অমিত, ফরহাদ ও কাঞ্চন গু'লিবি'দ্ধ হয়ে কোম্পানীগঞ্জ উপজে'লা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজে'লা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজে'লা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল বিকেল সাড়ে ৪টায় তার সমর'্থকদের চাপরাশিরহাট দলীয় কার্যালয়ে উপস্থিত 'হতে বলে। কিন্তু তার আগে চরফকিরা ইউনিয়ন চেয়ারম্যান জামাল উদ্দিন লিটনের (মির্জা কাদের সমর'্থক) নেতৃত্বে তার সমর'্থকরা ওই কার্যালয়ে এসে উপস্থিত হয়। নির্ধারিত সময়ে বাদলের সমর'্থকরা দলীয় কার্যালয়ে আসলে লিটনের সমর'্থকদের স'ঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এর একপর্যায়ে উভয়পক্ষের সমর'্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সং'ঘর্ষ ও গো'লাগু'লির ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধশতা নেতাকর্মী আ'হত হন। সংবাদ সংগ্রহে গিয়ে গু'লিবি'দ্ধ হয়েছেন বার্তা বাজার এর প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির।








এদিকে, সং'ঘর্ষের পর নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে নিজের দলের নেতাকর্মীদের ওপর চাপরাশিরহাট বাজারে হা'মলা হয়েছে বলে দাবি করেছেন মেয়র আবদুল কাদের মির্জা। এতে অন্তত তার ৫০ জন নেতাকর্মী আ'হত হয়েছেন। কোনো নেতাকর্মী মা'রা গেলে তার দায়-দায়িত্ব সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, কোম্পানীগঞ্জ উপজে'লা পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন, সাংসদ একরামুল করিম চৌধুরী, নিজাম হাজারী ও সাবেক উপজে'লা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে নিতে হবে বলে জানান মির্জা। পুলিশের সহযোগিতায় তার নেতাকর্মীদের ওপর গু'লি করা হয়েছে বলেও দাবি করেন মির্জা। কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ত'দন্ত) রবিউল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ থেকে ১২ রাউন্ড টিয়াসেল নি'ক্ষেপ করা হয়েছে।
Leave a Reply