
লক্ষ্মীপুরের রামগতি উপজে’লায় ইভিএম বাইরে রেখে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করছেন বলে অ’ভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাদের বি’রুদ্ধে।রোববার সকাল ১০টার দিকে ৬ নম্বর ওয়ার্ডের আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকে’ন্দ্রে গিয়ে এ ঘ’টনা ঘ’টেছে।








এদিকে রামগতি পৌরসভায় নৌকায় ভোট দেওয়া বাধ্যতামূলক, এজেন্টদের মা’রধ’র ও কে’ন্দ্রে ঢু’কতে না দেওয়ার অ’ভিযোগে ধানের শীষের প্রার্থী সাহেদ আলী পটু ও লাঙলের প্রার্থী আলমগীর হোসেন ভোট বর্জন ক’রেছেন।রোববার বেলা ১১টার দিকে তারা সাংবাদিকদের এসব অ’ভিযোগ ক’রেছেন।
সরেজমিন ওই কে’ন্দ্রের নারী ও পুরুষ বুথে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কামাল হোসেনসহ প্রত্যেকটি বুথে একই রকমভাবে নৌকায় ভোট দিতে বাধ্য করা হচ্ছে। সহকারী প্রিসাইডিং অফিসারদের ভাষ্য তারা দেখেননি।ইভিএম নিয়ে বসে থাকা আওয়ামী লীগ নেতারা নিজেদের নৌকা প্রতীকের এজেন্ট দা’বি ক’রেছেন। তবে একটি বুথেই নৌকার তিন থেকে চারজন করে এজেন্ট দেখা গেছে।








এদিকে একটি বুথেও ধানের শীষ প্রতীকের এজেন্ট দেখা যায়নি। তারা আ’সছেন কিনা তাও বলতে পারছে না সহকারী প্রিসাইডিং অফিসার মো. ইউসুফ ও আবদুর রাজ্জাক।হাতপাখার মেয়রপ্রার্থী আবদুর রহিম বলেন, ইভিএম কালো পর্দার ভেতরে থাকার কথা থাকলে এখন বাইরে। আওয়ামী লীগের নেতারা প্র’ভাব খাটিয়ে বাইরে ইভিএম রেখে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করছে। এ নিয়ে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসার নীরব ভূমিকা পা’লন করছেন।
তবে প্রিসাইডিং অফিসার মো. আহসান জা’নান, বুথের কালো পর্দার ভেতরে ইভিএম থাকবে। ভোটাররা গো’পনে ভোট দেবেন। বাইরে ইভিএম রেখে ভোট দেওয়ার বিষয়ে তিনি অবগত ছিলেন না। এ নিয়ে দ্রুত ব্যব’স্থা নেবেন বলে জা’নান তিনি।জাতীয় পার্টির প্রার্থী আলমগীর হোসেন বলেন, আমা’র এজেন্টদের কে’ন্দ্রে ঢু’কতে দেওয়া হয়নি। মা’রধ’র করা হয়েছে। নৌকায় ভোট দিতে আ.লীগের নেতারা ভোটারদের বাধ্য করছে। এ নির্বাচনে থাকার প্রয়োজন নেই। আমি ভোট বর্জন করেছি।








বিএনপির প্রার্থী সাহেদ আলী বলেন, ইভিএম আওয়ামী লীগ নেতাদের দখলে। তারা ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করছেন। প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং না দেখার ভান করছেন। আমি এ জন্য ভোট বর্জন করেছি।রামগতি পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং ক’র্মকর্তা কাজী হেকমত আলী বলেন, ভোট বর্জনের বিষয়টি আমি জানি না। কালো পর্দার বাইরে ইভিএম থাকার কথা নয়। কোথাও ছিল কিনা তা কেউ আমাকে জা’নাননি। যিনি নিয়ম ভঙ্গ করবেন তাকে আ’ইনের আওতায় আনা হবে।
নির্বাচন কার্যালয় সূত্র জা’নায়, এ প্রথম লক্ষ্মীপুরে ইভিএমে ভোটগ্রহণ চলছে। রামগতি পৌরসভায় ২০ হাজার ৯০৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।








এখানে নৌকা প্রতীকে বর্তমান মেয়র মেজবাহ উদ্দিন মেজু ও ধানের শীষে রামগতি পৌর বিএনপির সভাপতি সাহেদ আলো পটুসহ ছয়জন মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯ ওয়ার্ডের ১০ কে’ন্দ্রে ৯ জন ম্যাজিস্ট্রেটের অধীনে পু’লিশসহ আ’ইনশৃ’ঙ্খলা র’ক্ষাকারী বা’হিনী নি’রাপত্তায় রয়েছেন।
Leave a Reply