
ঢাকা জে'লার কেরানীগঞ্জের পূর্বচল খেলার মাঠের পাশের একটি ৩ তলা ভবন ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফা’য়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। ফা’য়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অ’পারেটর জিয়াউর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।








আজ (শুক্রবার) তিনি বলেন, আ'হতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। উ'দ্ধার অ'ভিযান চলমান রয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, বাড়ি মালিকের দেওয়া তথ্য অনুযায়ী ভবনে সাত জন ছিলেন।








উ'দ্ধারদের মধ্যে ৩ জন নারী ও একজন শিশু। তারা সবাই বাড়ি মালিকের পরিবারের সদস্য। কোনো ভাড়াটিয়া ভবনে ছিলেন না। উ'দ্ধার হওয়া সবাইকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।
বাড়ি মালিকের তথ্য অনুযায়ী, ধসে যাওয়া ভবনে আর কেউ নেই বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম।








এদিকে ঢাকা জে'লার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহজাদী পারভীন তিন্নী ধসে পড়া ভবন পরিদর্শন করেছেন। এ সময় তিনি ধসে পড়া ভবনের আশপাশের ৫টি অ’পরিকল্পিত বাড়ি সিলগালা করে দেন। একই স'ঙ্গে সিলগালা ভবনের গ্যাস পানি ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন'্ন করে দেন।
Leave a Reply