
চট্টগ্রামের পতে'ঙ্গা এলাকায় আস্তাকুঁড় থেকে এক নবজাতককে উ'দ্ধার করেছে পুলিশ। ম'ঙ্গলবার সকালে চেয়ারম্যান গলির একটি ডাস্টবিনে নবজাতক শিশুটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে শিশুটিকে উ'দ্ধার করে।








পতে'ঙ্গা থানার ভারপ্রা'প্ত কর্মক'র্তা (ওসি) জোবায়ের সৈয়দ বলেন, ‘ভূমিষ্ঠ হওয়ার পরই ছেলে শিশুটিকে কেউ ডাস্টবিনে ময়লার ভেতর ফেলে রেখে গিয়েছিল। স্থানীয়রা পুলিশকে খবর দিলে প্রথমে শিশুটিকে উ'দ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক দিন বয়সী শিশুটি সুস্থ আছে। তার মা-বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি।’
হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর আ'দালতের মাধ্যমে শিশুটিকে সমাজ সেবা অধিদ'প্ত র পরিচালিত রৌফাবাদের সোনা মনি নিবাসে পাঠানো হয়েছে বলে পতে'ঙ্গা থানার ওসি জানান।








আরও পড়ুন=জানা গেছে, সুনামগঞ্জের ছাতকে মাওলানা মুহা'ম্ম'দ মামুনুল হকের আগমনকে কেন্দ্র করে ছাতক উপজে'লায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে মা'দ্রাসা ক'র্তৃপক্ষ। আয়োজনকারীরা বলছেন, সব ধরনের বাধা-বিপত্তি ডিঙিয়ে ইসলামী মহাসম্মেলন সফল করার লক্ষ্যে সব প্রস্ততিসম্পন্ন করা হয়েছে। তাকে সুরক্ষা স্বেচ্ছাসেবক দল তৈরি করা হয়েছে।তবে পুলিশ বলছে, বিতর্কিত মাওলানা মামুনুল হককে প্রতি'হত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্টরা জানান, শনিবার (১৩ ফেব্রুয়ারি) উপজে'লার জামিয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল কোরআন মৈশাপুর মা'দ্রাসার ৪৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাওলানা মুহা'ম্ম'দ মামুনুল হকের উপস্থিত হওয়ার কথা রয়েছে। এজন্য পোস্টার-ব্যানার টাঙিয়ে প্রচার-প্রচারণা করেছে মা'দ্রাসা ক'র্তৃপক্ষ।
Leave a Reply