
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান এবং ইরান সীমা'ন্তের কাস্টমস পোস্টে জ্বা'লানিবাহী শত শত গাড়ি বি'স্ফো'রিত হয়ে ভ'য়াবহ অ'গ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৬০ জন আ'হত হয়েছেন। সীমা'ন্তবর্তী শহর ইসলাম কালায় ওই দু'র্ঘটনা ঘটেছে।








গণমাধ্যম সূত্রে জানা যায়, অন্তত ৫০০ জ্বা'লানীভর্তি তেল ও গ্যাস ট্যাংকারে আগু'ন লেগে যায়। অ'গ্নিকাণ্ডে বেশ কিছু বৈদ্যুতিক ভবন ক্ষ'তিগ্রস্ত হয়েছে। ফলে হেরাত শহরের বেশিরভাগ বাড়ি-ঘর বিদ্যুৎবিচ্ছিন'্ন হয়ে পড়ে।
এ ব্যাপারে হেরাত স্বাস্থ্য দফতরের মুখপাত্র মোহা'ম্মেদ রাফিয়া শিরাজ বলেন, ১৭ জন আ'হত ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে।








পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়োজিত এক পশ্চিমা কর্মক'র্তা রয়টার্সকে জানিয়েছেন, দু'র্ঘটনায় অন্তত ৬০ জন আ'হত হয়েছেন। আফগান কর্মক'র্তারা আরও কম আ'হতের কথা জানালেও এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
Leave a Reply