
গো'পাল চন্দ্র রায় – ডোমা'র(নীলফামা'রী)প্রতিনিধিঃ নীলফামা'রীর ডোমা'রে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে শনিবার রাত ১২টা ১মিনিটে ডোমা'র বহু’মূখী উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় শ’হীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শ’হীদদের প্রতি বিনম্র শ্র'দ্ধা নিবেদন করেন,








ডোমা'র উপজে'লা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,উপজে'লা নির্বাহী কর্মক'র্তা শাহিনা শবনম,উপজে'লা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মক'র্তা ডাঃ মোহা'ম্ম'দ ইব্রাহিম, উপজে'লা আওয়ামী লীগ সভাপতি খায়রুল আলম বাবুল,ডোমা'র থানা অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফিজার রহমান,উপজে'লা সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন, উপজে'লা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ। এছাড়াও উপজে'লা আওয়ামী লীগ,উপজে'লা বিএনপি, জাতীয়পার্টি, মুক্তিযো'দ্ধা সংসদ, ফা’য়ার সার্ভিস, ডোমা'র পৌরসভা, প্রেসক্লাব,রিপোর্টার্স ইউনিটি, সরকারি-বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ রাজনৈতিক,সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
রোববার সকালে উপজে'লা পরিষদ হলরুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজে'লা প্রশাসনের কর্মক'র্তাবৃন্দ।








গো'পাল চন্দ্র রায় – ডোমা'র(নীলফামা'রী)প্রতিনিধিঃ
Leave a Reply