
তিস্তা চুক্তিকে ভারতের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম কুমা'র দোরাইস্বামী। সোমবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ‘ডিক্যাব' টকে’ অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।








এ সময় তিনি তিস্তা চুক্তি না হওয়ার বি'ষয়টিকে ‘দুঃখজনক বাস্তবতা’ বলেও আখ্যা দেন।সাংবাদিকদের তিনি বলেন, ‘তিস্তা চুক্তি নিয়ে জটিলতা রয়েছে। এই চুক্তি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের স'ঙ্গে রাজ্য সরকারের মতবিরোধ রয়েছে। সে কারণে এই তিস্তা চুক্তি ভারতের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ’।
বিক্রম দোরাইস্বামী আরও বলেন, ‘আমর'া এই চুক্তি নিয়ে কাজ করছি। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফরে এই চুক্তি হবে কিনা, তা এখনই বলা সম্ভব নয়।’








সীমা'ন্ত হ'ত্যা প্রস'ঙ্গে তিনি বলেন, ‘সীমা'ন্তে সব হ'ত্যা বিএস'এফ ঘটায় না। এটা রোধ করতে দুই পক্ষকেই সচেষ্ট 'হতে হবে।’এ সময় অন্যান্যের মধ্যে ডিক্যাব'ের প্রেসিডেন্ট পান্থ রহমান ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিনসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply