
ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শ’হীদ মিনারে প্রথম প্রহর মধ্য রাতে ১২টা ১ মিনিটে ফুল দিয়ে শ্র'দ্ধা নিবেদন করেন কর্মর'ত প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।https://youtu.be/y8nebr0CXLc








এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাক্তার এনামুল হক, সাধারণ সম্পাদক এস এম জামাল উদ্দিন শামীম, বিশিষ্ঠ শিক্ষা বিদ মোঃ আনোয়ার শাদত জাহা'ঙ্গীর,চ্যানেল ফোরের ত্রিশাল প্রতিনিধি মোঃ মনির হোসেন, বিএমএফ টেলিভিশনের ত্রিশাল প্রতিনিধি রবিউল ইসলাম,সময় নিউজের আব্দুল কাদের সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
Leave a Reply