
দীর্ঘ ২৯ বছর ধ'র্মতত্ত্ব নিয়ে পড়াশোনার পর ইসলাম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক রিতু কুন্ডু। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের ইসলাম গ্রহণে দীর্ঘ যাত্রার কথা জানিয়েছেন। অধ্যাপক রিতু কুন্ডু বলেন, ‘দীর্ঘ ২৯ বছর পর্যন্ত আমি নিজের পরিবার, সমাজ ও মানুষের আচার-ব্যবহার পর্যবেক্ষণ করি। এ দীর্ঘ সময় হিন্দু ধ'র্মসহ প্রধান সব ধ'র্মের গ্রন্থাবলি পাঠ করেছি। জাপানেও এ বি'ষযে পড়াশোনা করি। ২০১২ সালে এসে বুঝতে পারি, এগু'লো মানুষের রচিত বই।








তিনি আরো বলেন, ‘দীর্ঘ ২৯ বছর পর আমি পবিত্র কোরআনের বাংলা অনুবাদ পাঠ করি। এর পাশাপাশি আমি হাদিসও পাঠ করি। মহান আল্লাহর নির্দেশনার কারণ ও বিধি-নিষে'ধ নিয়ে চিন্তা-ভাবনা করি। কখনো এ বি'ষয়ে স্বপ্নও দেখেছি। তা হয়ত অনেকের অবিশ্বা'স্য মনে হবে।’ ইসলাম গ্রহণের কথা জানিয়ে তিনি বলেন, ‘দীর্ঘ ২৯ বছরের পড়াশোনা ও জ্ঞান-বু'দ্ধির আলোকে আমি ইসলাম বি'ষয়ে এক মাস ব্যাপী পড়াশোনা শুরু করি। ১৬ দিনের মধ্যেই আমি সত্য উপলব্ধি করি এবং (২০১৭ সালের মা'র্চে) ইসলাম গ্রহণ করি। তখন থেকে আমি হিজাব পরিধান ও নামাজ আ'দায় শুরু করি।’
পরিবার ও বন্ধু-বান্ধবের বিরোধিতার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমা'র পরিবার ও বন্ধুরা আমাকে এমনটি করতে মানা করে। কিন্তু আমি তাদের কথায় প্রতিবাদ করে বলি, আমি বুঝেছি, আল্লাহ কেন আমা'দেরকে বিভিন্ন নির্দেশ দিয়েছেন। আমি রাসুল (সা.)-কে ভালোবাসতে পেরেছি। আমি বুঝতে পেরেছি, তিনি কেন আমা'দের এত সুন্দর সুন্দর উপদেশ ও নির্দেশনা দিয়েছেন। সুতরাং আজ থেকে নিজেকে তাঁর অনুগত হিসেবে স্বীকার করলাম।’








অধ্যাপক রিতু কুন্ডু ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৩ সালে তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগ পান। ২০১৭ সাল থেকে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে অধ্যাপনায় করছেন।
Leave a Reply