
দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। দুই স'প্ত াহের সরকারি সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দেশে ফেরেন তিনি। এর আগে গত ২৯ জানুয়ারি মা'র্কিন সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যান জেনারেল আজিজ আহমেদ।








তিনি নির্ধারিত সফরসূচি অনুযায়ী জাতিসং'ঘের ঊর্ধ্বতন কর্মক'র্তাদের স'ঙ্গে একাধিক বৈঠকে মিলিত হন। বৈঠকে জাতিসং'ঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রতি বাংলাদেশের অবিচল প্রতিশ্রুতি ও অব্যা'হত সমর'্থন পুনর্ব্যক্ত করেন আজিজ আহমেদ। এছাড়া পেন্টাগনের উচ্চপদস্থ কর্মক'র্তাদের স'ঙ্গে বৈঠকের পাশাপাশি বিভিন্ন সামর'িক স্থাপনা পরিদর্শন করেন সেনাপ্রধান।
আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞ'প্ত িতে জানানো হয়, গত ম'ঙ্গলবার মা'র্কিন সেনাপ্রধান জেনারেল ম্যাককনভিলের স'ঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান। মা'র্কিন সেনাপ্রধানের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার দেয়া হয়। পরে দুই দেশের সেনাপ্রধানের মধ্যে সৌজন্য সাক্ষাতে দ্বিপক্ষীয় সহযোগিতামূলক বিভিন্ন বি'ষয় ও ভবি'ষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।








আলোচনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দুই দেশের মধ্যে সমর' বিশেষজ্ঞ বিনিময়, জাতিসং'ঘে বাংলাদেশের শান্তিরক্ষী মোতায়েন এবং কাউন্টার টেরোরিজম ও সাইবার ওয়ারফেয়ার বি'ষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে মা'র্কিন সেনাবাহিনীর সহযোগিতার বি'ষয়ে বিশেষ গু'রুত্বারোপ করা হয়।
সফরে যেসব সামর'িক স্থাপনা জেনারেল আজিজ পরিদর্শন করেন তার মধ্যে রয়েছে ইউএস আর্মি সাইবার কমান্ড, ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি কমান্ড, ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, জর্জিয়ার ম্যানুভার সেন্টার অব এক্সিলেন্স ও লুইজিয়ানার জয়েন্ট রে'ডিনেস ট্রেনিং সেন্টার।
Leave a Reply