
ব'ঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালের আগে টিম হোটেল ছেড়েছেন সাকিব আল হাসান। শ্বশুরের অসুস্থতার কারণে গেল রাতে প্রথম কোয়ালিফা’য়ার শেষে হোটেল ত্যাগ করেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। যে কারণে ফাইনালে খেলা হচ্ছে না তাঁর।








ম'ঙ্গলবার জেমকন খুলনার এক কর্মক'র্তা বি'ষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর শ্বশুর অসুস্থ থাকার কারণে তিনি হোটেল ছেড়েছেন।
আর সবকিছু ঠিক থাকলে আজ রাতে যুক্তরাষ্ট্রের বিমানে উঠবেন এই তারকা ক্রিকেটার।








এ প্রস'ঙ্গে খুলনার ওই কর্মক'র্তা জানান, ‘পারিবারিক কারণে সাকিব ফাইনালে আমা'দের স'ঙ্গে থাকতে পারছে না। জরুরি কারণবসত সে যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছে।’
Leave a Reply