
ফের দখল রোধে দুই দিনের উচ্ছেদ অ'ভিযানে রাজধানীর বুড়িগ'ঙ্গা তীরের সোয়ারিঘাট এলাকার প্রায় ২৫টি বহুতল ভবনসহ শতাধিক অবৈ'ধ স্থাপনা গু'ঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। বুধবার (১০ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) এ উচ্ছেদ অ'ভিযান পরিচালিত হয়।








রাজধানীর চকবাজার, ইসলামবাগ ও সোয়ারীঘাট এলাকায় বুড়িগ'ঙ্গার উত্তর পাশ বেড়িবাঁধের পাশের চিত্র দেখলে মনে হয় যেন সদ্য যু'দ্ধ শেষ হওয়া কোনো এলাকা।
মূলত বেড়িবাঁধের উত্তর পাশে বুড়িগ'ঙ্গার তীর দখল করা ৫তলা ৬ তলা ভবনসহ গত দুইদিনে এ এলাকার শ’ খানেক পাকা আধাপাকা স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। তবে স্থানীয়দের প্রশ্ন, জমি যদি নদীরই হয় তাহলে তাদের কেন সরকারি দফতর থেকে রেজিস্ট্রি দেয়া হলো? বছর বছর সরকার কেন জমির বিপরীতে তাদের কাছ থেকে খাজনা আ'দায় করছে?








বিআইডব্লিউটিএ জানায়, মূলত ২০১২ সালে ভুলটি করেছে জে'লা প্রশাসন, গণপূর্ত বিভাগ ও তাদের ঠিকাদাররা। ভুলভাবে মাপজোক করে তখন নদী তীরের জায়গার মধ্যে সীমানা পিলার বসিয়ে দেয় তারা। ফলে নতুন করে সীমানা বসানোর জন্যই তাদের উচ্ছেদ চালাতে হচ্ছে বলে জানায়, সংস্থাটির উচ্ছেদ কর্মক'র্তা মো. গু'লজার আলী।
উচ্ছেদ শেষে পুরো এলাকা জুড়ে বনায়ন ও ইকো পার্ক করার কথা বিআইডব্লিউটিএ’র।
Leave a Reply