
বরিশালে সমাবেশে অংশ নিতে যাওয়া বিএনপির গাড়িবহর আট'কে দিয়েছে ফেরি ক'র্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে রওনা হন। গাড়িবহর মাওয়া ফেরিঘাটে পৌঁছালে ফেরি ক'র্তৃপক্ষ আট'কে দেয়।








পরে লঞ্চে করে নেতাকর্মীদের নিয়ে পদ্মা নদী পার হন বহরের নেতৃত্বে থাকা বিএনপির আন্তর্জাতিক বি'ষয়ক কমিটির সদস্য ও সর্বশেষ ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
পরে মা'দারীপুর শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, বরিশাল বিভাগীয় সমাবেশে অংশ নেয়ার জন্য আমর'া ঢাকা রওনা দিয়েছি কিন্তু মাওয়া ঘাটের ক'র্তপক্ষ নির্লজ্জভাবে আমা'দের গাড়ি বহর আট'কে দেয়।








আমা'দের গাড়ি বহরে যাতে না যেতে পারে এজন্য ফেরি ক'র্তৃপক্ষ অফিস বন্ধ করে চলে যায়। যাই হোক গণতন্ত্র পুনরু'দ্ধারের আন্দোলনের অংশ হিসেবে কাজ করছি। আমর'া আমা'দের সংগ্রাম চালিয়ে যাব'ো।
Leave a Reply