
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন প্রচারের ঘটনায় সংবাদমাধ্যমটির এডিটর জেনারেল মোস্তেফা সরওয়ারসহ ৪ জনের বিরু'দ্ধে মা'মলার আবেদন করা হয়েছে। মা'মলার আবেদনে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীকে নিয়ে অসত্য তথ্য প্রকাশ করার অ'ভিযোগ করা হয়েছে।








বুধবার (১৭ ফেব্রুয়ারি) ব'ঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আ'দালতে আবেদনটি দাখিল করেন।মা'মলায় মোস্তেফা সরওয়ারসহ আ'সামি করা হয়েছে- তাসমিম খলিল, ডেভিড বার্গম্যান ও সায়ের জুলকারনাইন সামিকে।
এ বি'ষয়ে আবেদনকারী অ্যাডভোকেট মশিউর মালেক বলেন,প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের বিরু'দ্ধে সম্মানহানিকর বক্তব্য দিয়ে যড়যন্ত্র করা হয়েছে। অবৈ'ধভাবে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে বিভ্রা'ন্ত করা হয়েছে, যা রাষ্ট্রদ্রোহের সামিল।








তিনি বলেন, দ'ণ্ডবিধির ১৮৬০ সালের আইনের ১২৪, ১২৪এ, ১৪৯, ৩৪ ধা'রায় মা'মলার আবেদন দিয়েছি। সকাল ১১টায় শুনানি অনুষ্ঠিত হবে
Leave a Reply