
সাংবাদিকরা হলো জাতির দর্পণ। তাদের দায়িত্ব জাতির ভালো-মন্দ শাসকদের কাছে তুলে ধ’রা। এই সাংবাদিকরা সব সময় ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। অথচ তাদের উপর সকল সময়ই শাসকগোষ্ঠীর কালো থাবা লেগেই থাকে।








ম'ঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে “নোয়াখালীর কোম্পানীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে সরকারী দলের দু’পক্ষের সং'ঘর্ষে গু'লিবি'দ্ধ হয়ে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির নি'হতের ঘটনার প্রতিবাদ, খু'নিদের গ্রে'ফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে” বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত নাগরিক মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সংগঠনের চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা’র সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তা হিসাবে র'ক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গো'লাম মোস্তফা ভুইয়া, বক্তব্য রাখবেন জাসদ উপদেষ্টা মন্ডলীর সদস্য এনামুজ্জামান চৌধুরী, গণ রাজনৈতিক জোট-গর্জোর সভা প্রধান সৈয়দ মঈনুজ্জামান লিটু, বাংলাদেশ সোস্যাল অ্যাক্টিভিস্ট ফোরাম (বিএসএএফ) প্রধান সমন্বয়কারী মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজু, সোনার বাংলা পার্টির সাধারন সম্পাদক সৈয়দ হারুন-অর-র'শিদ, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, সংগঠনের মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ.এম মনিরুজ্জামান, রাজনীতিক স্বপন কুমা'র সাহা, মো. শ’হীদুননবী ডাবলু, মো. কামাল ভুইয়া, সংগঠনের কুমিল্লা জে'লা সভাপতি পারভেজ হোসেন বাবু, নারায়নগঞ্জ জে'লা সভাপতি মঞ্জুরুল ইসলাম কাজল, চাঁদপুর জে'লা নেতা ইসমাইল হোসেন, কেন্দ্রীয় নেত্রী শাহনাজ মিনু, রাজনীতিক খায়রুল ইসলাম প্রমুখ।








প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গো'লাম মোস্তফা ভুইয়া বলেন, অশান্ত হয়ে ওঠা কোম্পানীগঞ্জে বিবাদমান দুই পক্ষের অ’পরাজনীতির নি'র্মম বলি হয়েছেন তরুণ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। ওই ঘটনার স'ঙ্গে যে বা যারাই জড়িত থাকুক, সুষ্ঠু ও নিরপেক্ষ ত'দন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, সাংবাদিক হ'ত্যার ঘটনা আত'ঙ্কের, হ'ত্যার পর বিচার না হওয়াটা উদ্বেগের। হ'ত্যাকান্ড বন্ধ করতে হবে। পাশাপাশি বিচারহীনতার সংস্কৃতি থেকে রাষ্ট্রকে বের হয়ে আসতে হবে। নাহলে এই অবস্থার পরিবর্তন হবে না।








তিনি আরো বলেন, গত ১০ বছরেও সাগর-রুনি হ'ত্যাকান্ডের বিচার না হওয়ায়, খু'নিদের শনাক্ত করতে না পারে নাই রাষ্ট্র। সাংবাদিক হ'ত্যার বিচার করতে না পারলেও সাংবাদিক কাজল গু'ম হবার পর তার গু'মের রহস্য উদঘাটন না করে পিঠমোড়া দিয়ে বেধে জেল খাটাতে পেরেছে। আর এই সকল কারনেই বুরহান উদ্দিন মুজাক্কির হ'ত্যার বিচার হবে বলে বিশ্বা'স করতে পারছেনা জনগন।
সভাপতির বক্তব্যে মো. মঞ্জুর হোসেন ঈসা নোয়াখালীতে পেশাগত দায়িত্ব পালনকালে গু'লিবি'দ্ধ হয়ে নি'হত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের খু'নিদের গ্রে'ফতার ও বিচারের দাবি জানিয়ে বলেন, যারাই এই হ'ত্যায় জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আগামী ২৪ঘন্টার মধ্যে আসামীদের গ্রে'ফতার করতে ব্য'র্থ হলে কঠোর কর্মসূচী প্রদান করা হবে। সাংবাদিকের মৃ'ত্যু নিয়ে-লা'শ নিয়ে কোন রাজনীতি চাই না।








তিনি বলেন, সরকারী দলের নেতা-কর্মী বলে সাংবাদিক হ'ত্যাকারীরা পার পেয়ে গেলে তার দৃষ্টান্ত খুব শুভ হবে না দেশের জন্য। আর এই কারণেই কেউ রাজনীতি করতে না পারে সেই দিকে দৃষ্টি রাখতে বলেন।
জাসদ উপদেষ্টা এনামুজ্জামান চৌধুরী বলেন, সকল সরকারের আমলেই সাংবাদিকদের ওপর দমন-নি'পী'ড়ন চলে। যার কোন বিচার পায় না ভুক্তভোগিদের পরিবার। যা অত্যন্ত দু:খজনক ও ল'জ্জাজনক। সরকারের উচিত সকল সাংবাদিক হ'ত্যার বিচার করতে বিশেষ আ'দালত গঠন করা।








গর্জো সভাপ্রধান সৈয়দ মঈনুজ্জামান লিটু বলেন, আমর'া মুজাক্কি সহ সকল সাংবদিক হ'ত্যার বিচার চাই। মানুষ আজ হাসে সাংবাদিক হ'ত্যার বিচার না হওয়ার কারণে। তাহলে সাধারণ মানুষের কী হবে।
বিএসএএফ প্রধান সমন্বয়কারী মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী বলেন, স্থানীয় মেয়র মির্জা কাদের, সংসদ সদস্য একমুজ্জামান চৌধুরী, নিজাম হাজারীরা চেয়ারে থাকলে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হ'ত্যার সত্যিকার রহস্য উদঘাটিত হবে না। তাদেরকে অবিলম্বে দলীয় পদ, সংসদ সদস্য ও মেয়রের পদ থেকে অব্যা'হতি দিতে হবে।
Leave a Reply