
সা'পাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জে'লা ট্রাক ট্র্যাংকলড়ীী ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ২৬৫০) সা'পাহার উপজে'লা শাখার উদ্যোগে”মহান শ’হীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।








অমর' একুশে ফেব্রæয়ারির প্রথম প্রহরে মাতৃভাষার জন্য আ'ত্ম'দানকারী সকল ভাষা শ’হীদদের প্রতি গভীর শ্র'দ্ধা নিবেদন করে স্থানীয় শ’হীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নওগাঁ জে'লা ট্রাক- ট্র্যাংকলড়ীী ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ২৬৫০) সা'পাহার শাখার সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন মন্ডল। এ সময় সেখানে সংগঠনের সহ-সভাপতি হারুন অর র'শিদ, সহ-সাধারন সম্পাদক আলমগীর হোসেন,সাংগঠনিক সম্পাদক এজাজুল হক (এজাজ) সড়ক সম্পাদক ফরিদুল করিম,কোষাধক্ষ্য বেলাল হোসেন,প্রচার সম্পাদক নুর ইসলাম,দ'প্ত র সম্পাদক শামীম হোসেন,আব্দুল কাদের,নুর আলম পিংকী, মিলন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply